ইউনূসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন মার্কিন কমিশনের প্রাক্তন কর্তা
Автор: ঘেঁটে ঘ - ghete gh
Загружено: 2024-11-28
Просмотров: 3
Описание:
ইউনূসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন মার্কিন কমিশনের প্রাক্তন কর্তা। "গণতন্ত্রের অবমাননা করছেন ইউনূস, এখনও সময় আছে শুধরে নেওয়ার," মন্তব্য জনি মুরির। চিন্ময় প্রভুর গ্রেফতারি ও হিন্দুদের উপর লাগাতার অত্যাচার বাংলাদেশকে বিপদের মুখে ঠেলে দিতে পারে বলে দাবি তাঁর। বাংলাদেশকে অর্থনৈতিক, প্রযুক্তিগত সহায়তা বন্ধের পথে ভারত হাঁটতে পারে বলেও আশঙ্কা জনি মুরির।
আপনি জেলখানা তৈরি করুন। কতবড় জেলখানা হতে পারে যে জেলখানায় ৩ কোটি জনসাধারণকে ধারণ করবেন। আমরা আর ভয় পাই না।'
সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি ঘিরে উত্তাল বাংলাদেশ। ঢাকার শিবচরে ইসকনের আরও একটি প্রতিষ্ঠানে হামলা চালানোর ছবি সামনে এসেছে। ভাইরাল হচ্ছে হিন্দুদের ওপর হামলার একের পর এক ভিডিও। বাংলাদেশে লাগাতার কট্টরপন্থীদের নিশানায় হিন্দুরা। প্রাণমাশের অভিযোগও উঠেছে। মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগ, মারধর, অত্যাচার, লুঠ। কী হচ্ছে না ! আর এই পরিস্থিতিতে উগ্র মৌলবাদের হাত থেকে, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া হিন্দুদের একজোট করে রাস্তায় নামাতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাস।
ইউনূস সরকারের আমলে কট্টরপন্থীরা ক্রমেই মাথাচড়া দেওয়ায় বারবার একজোট হয়ে প্রতিবাদে নামে হিন্দু ধর্মাবলম্বীরা। চিন্ময়কৃষ্ণ দাস বলেছিলেন, 'জয় শ্রীরাম আমার প্রভুর, আরাধ্যের নাম, আমার আরাধ্যের নাম, আমার ভগবানের নাম, আমার প্রভুর নাম কে কী করে তোমরা ভাই RSS-এর ট্যাগ দিচ্ছ? বিজেপির ট্যাগ দিচ্ছ? এটা কি ধর্ম অবমাননা নয়?'
সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করা হয় ইসকনের সন্ন্যাসী, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাসকে। সবাই এখন সন্ন্যাসীর মুক্তির আশায় তাকিয়ে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: