আর কতকাল তোমাকে লুকিয়ে রাখবে - মাওলানা রুমী || How Long Will You Hide - Mawlana Rumi
Автор: PROJAPOTI
Загружено: 2021-07-25
Просмотров: 27524
Описание:
English Version link:
• How Long Will You Hide - RUMI
*****
** আর কতকাল তোমাকে লুকিয়ে রাখবে – মাওলানা রুমী (রাহঃ) **
আর কত কাল তুমি লুকিয়ে রাখবে, তোমার সুন্দর উৎসবমুখর হাসিটি?
তোমার হাসি বিলিয়ে দাও পুস্প গুচ্ছকে প্রস্ফুটিত হতে চায় অনন্তকালের জন্যে।
কেনো তোমার মনে হয় যে তোমার সামনের আকাশের দরজাটি বন্ধ - তা তো তোমাকে প্রলুব্ধ করছে আর আমন্ত্রন জানাচ্ছে তোমার সেই যাদুর স্পর্শটিকে উন্মোচিত হবার জন্যে আর সে রয়েছে সেটির আগমনের অপেক্ষায়।
সমগ্র কাফেলা আজ তোমার আগমন এবং নেতৃত্ব দানের জন্যে আকুলভাবে অপেক্ষমান।
এসো আমার বন্ধু, তোমার যাদুর কাঠি ব্যবহার করো আর তাদের সবার আত্নাকে করো প্রভাবিত।
তোমার দীর্ঘ কাঙ্খীত প্রীয়র সাথে মিলনের দিনটি হলো আজ, অজ্ঞাত আগামি দিনটির জন্যে আর অপেক্ষায় থেকো না।
ঘড়ের কোনায় পড়ে থাকা তাম্বুরাটি, আজ মিনতি করছে, তোমার হাতে বাজবার জন্যে, আর একটি বাঁশি সুপ্ত হয়ে বসে আকুতিভরে চাইছে তোমার উৎফুল্ল ঠোঁটের স্পর্শ।
#রুমি_কবিতা
#জালালউদ্দিন_রুমি
#জিরুমীয়া
#মসনবী_শরীফ
#মোহাম্মদ_জালালউদ্দিন_রুমি
#প্রজাপতি
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: