সংসারের জ্বালা-যন্ত্রণা, নির্যাতন, মনকষাকষি, ঝগড়া, অশান্তি থেকে কিভাবে নিস্তার পাবেন জানুন।
Автор: B4U Motivation
Загружено: 2025-03-18
Просмотров: 33
Описание:
সংসারের জ্বালা-যন্ত্রণা, নির্যাতন, মনকষাকষি, ঝগড়া, অশান্তি থেকে কিভাবে নিস্তার পাবেন জানুন। #shorts
সংসারের জ্বালা-যন্ত্রণা, নির্যাতন, মনকষাকষি, ঝগড়া, অশান্তির কথা ক্রমাগত ভেবে ভেবে, হা হুতাশ করে মন খারাপ করবে না। তাতে কোন ফল নেই বরং ওই সব নিয়ে মনে মনে বা অপরের সঙ্গে যত আলোচনা করবে তত অশান্তি আরও বেড়ে যাবে, একগুণ দশগুণ হয়ে দাঁড়াবে ও জীবন দুর্বিষহ বোধ হবে। যত পার সহ্য করে যাবার চেষ্টা করবে। কথায় কথা বেড়ে যায়। তাই কেউ কিছু বললে উপেক্ষা করে চুপ করে থাকাই ভাল। বোবার শত্রু নেই। "যে সয় সেই রয়, যে না সয় সে নাশ হয়"–ঠাকুর বলতেন। মিষ্ট ব্যবহারে, সেবায় ভালবাসায় সকলেই বশ হয়, আজ না হয় দুদিন পরে। মনে খুব জোর সঙ্কল্প আনবে, বার বার বিফল হলেও শোধরাতে চেষ্টা করবে, ভগবানের কাছে তোমার সব দুঃখ জানাবে, কাঁদবে, অন্তরের সঙ্গে প্রার্থনা করবে তোমার সব দোষ ত্রুটি দূর করে দিতে। অপরকে শোধরাতে যাওয়া বৃথা, পাগলামি, নিজেকেই শোধরাতে হয়। কারও উপর দ্বেষভাব রাখবে না। আপনি ভাল তো জগৎ ভাল। এ যদি না পার তো সে তোমার দোষ ও তার ফলও নিজেকে ভুগতে হয়। তা হতে কেউ তোমাকে নিষ্কৃতি দিতে পারে না।"—স্বামী বিরজানন্দ (পরমার্থ-প্রসঙ্গ, নাম্বার ৯০, পৃ ২৭)
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: