part-6 || ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা || স্পিন কোয়ান্টাম সংখ্যা || ssc chemistry || polytechnic
Автор: Shadow Coder
Загружено: 2022-02-22
Просмотров: 111
Описание:
#ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাঃ-
যে সকল সংখ্যার সাহায্যে ইলেকট্রনের কক্ষপথের ত্রিমাতৃক দিক বিন্যাস প্রকরন সমূহ প্রকাশ করা হয় তাকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলে।
একে m দ্বারা প্রকাশ করা হয় ।
#ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, s :
প্রতিটি ইলেকট্রনের সর্বদা নিজ অক্ষের চারদিকে ঘূর্ণন বা স্পিনগতি থাকে। অক্ষ বরাবর ঘুরতে ঘুরতে প্রতিটি ইলেকট্রন নিজের কক্ষপথে আবর্তন করে থাকে। ঘূর্ণন বা স্পিন গতির কারণে প্রতিটি ইলেকট্রন একটি অতি ক্ষুদ্র চুম্বকরূপে মৃদু চৌম্বকক্ষেত্র সৃষ্টি করে। ইলেকট্রনের স্পিন বর্ণনার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয়, একে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। এর প্রতীক s বা ms । ইলেক্ট্রনের ঘূর্ণনের দিক ঘড়ির। কাঁটার আবর্তনের দিকে অথবা বিপরীত দিকে হতে পারে। তাই এ দু’রকম, ঘূর্ণনের জন্য s এর দুটি মান যথাক্রমে +½ অথবা – ½ হতে পারে। এ s এর মানের ওপরও ইলেকট্রনের শক্তি কিছু পরিমাণে। নির্ভরশীল। সাধারণ নিয়ম হলাে প্রতিটি অরবিটাল বিপরীত স্পিনের (⇵) ভিন্নমান (±½) মানযুক্ত দুটি ইলেকট্রন আবর্তন করতে পারে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: