''মাগো'' ওরা বলে, সবার কথা কেড়ে নেবে 🇧🇩 আবু জাফর ওবায়দুল্লাহ ||Ekusher Kobita🖤 Mago Ora bole ||
Автор: Poncho kotha
Загружено: 2025-02-21
Просмотров: 83
Описание:
Ekusher Kobita- Mago Ora bole 🇧🇩
ভাষা শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন 💐
একুশের কবিতা মাগো'ওরা বলে...
''কুমড়ো ফুলে ফুলে নুয়ে পরেছে লতাটা,
সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা,
আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি ।
খোকা তুই কবে আসবি? কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা ।
''মাগো'' ওরা বলে সবার কথা কেড়ে নেবে ।
তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না ।
বলো, মা, তাই কি হয়? তাইতো আমার দেরি হচ্ছে ।
তোমার জন্যে কথার ঝুরি নিয়ে
তবেই না বাড়ি ফিরব।
লক্ষী মা, রাগ ক'রো না, মাত্র তো আর ক'টা দিন।''
''পাগল ছেলে'' মা পরে আর হাসে,
''তোর ওপরে রাগ ক'রতে পারি!''
নারিকেল চিড়ে কোটে,
উড়কি ধানের মুড়কি ভাজে,
এটা সেটা আর কত কি!
তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা ।
কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝ'রে পরেছে ডাঁটা,
পুঁই লতাটা নেতানো ''খোকা এলি?
ঝাপসা চোখে মা তাকায় উঠানে উঠানে
যে খানে খোকার শব শকুনীরা ব্যবচ্ছেদ করে ।
এখন মা'র চোখে চৈত্রের রোদ
পুরিয়ে দেয় শকুনীদের ।
তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে,
বিন্নি ধানের খই ভাজে,
খোকা তার কখন আসে কখন আসে!
এখন মা'র চোখে শিশির-ভোর
স্নেহের রোদে ভিটে ভ'রেছে...।
লেখা:-কবি আবু জাফর ওবায়দুল্লাহ
পাঠে:- প্রতিমা সিংহ চৌধুরী
#ekusefebruarykobita
#ekusherkobita
#Magoorabole
#ponchokotha
#ekusefebruarykobita
#Bhasadibosherkobita
Please watch my video 🙏
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: