আরবদেশের তেল সম্পদ যেভাবে ফুঁড়িয়ে যাচ্ছে | যে কারনে বিশ্বের সবচেয়ে গরীব দেশ হতে যাচ্ছে আরব দেশগুলো
Автор: RS Voice TV
Загружено: 2020-02-16
Просмотров: 2805
Описание:
আরবদেশের তেল সম্পদ যেভাবে ফুঁড়িয়ে যাচ্ছে | যে কারনে বিশ্বের সবচেয়ে গরীব দেশ হতে যাচ্ছে আরব দেশগুলো...
বিস্তারিত- বিশ্বজুড়ে তারা জিসিসি নামে পরিচিত। যার পূর্ণরূপ হচ্ছে উপসাগরীয় সহযোগিতা সংস্থা। এসব ধনী তেলসমৃদ্ধ দেশের যথোচিত সংক্ষিপ্ত নাম হতে পারে এটিএম। ১৯৭০ দশক থেকে মধ্যপ্রাচ্যজুড়ে তারা নিজেদের সম্পদের বিস্তার ঘটিয়েছে, বন্ধু বানিয়েছে, প্রভাব ছড়িয়েছে আর সমস্যার তাৎক্ষণিক সমাধান না করে তা জিইয়ে রেখেছে।
মধ্যপ্রাচ্যে তেল অর্থের গুরুত্ব বোঝাতেই এখানে কয়েকটি উদহারণ দেয়া হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল গত সপ্তাহে বলেছে, আরবের সবচেয়ে বড় এটিএমের অর্থ ফুরিয়ে যাচ্ছে। তেলের অর্থের ওপর নির্ভরশীলতা মারাত্মকভাবে বেড়ে গেছে। যদি তেলের মূল্য বর্তমান অবস্থায়ও বহাল থাকে, তবে আরবদের জমা হওয়া দুই লাখ কোটি ডলার শেষ হয়ে যাবে মাত্র ১৫ বছরের মধ্যে। এক ব্যারেল তেলের দাম ১০০ ডলার হলেও ২০৫১ সালের মধ্যে এই অর্থ ফুরিয়ে যাবে। কিন্তু তেলের দরপতন ২০ ডলার করে হলে, ২০২৭ সালের মধ্যে তাদের সম্পদ নিঃশ্বেষ হয়ে যাবে।
সংক্ষেপে বললে, উপসাগরীয় দেশগুলোর নাগরিকদের নৈমিত্তিক জীবন কঠিন হয়ে পড়েছে। যদিও এখনো তারা একটি করমুক্ত সহজ জীবন যাপন করতে পারছেন। বিশাল সরকারি প্রতিষ্ঠানগুলোতে তাদের চাকরির নিশ্চয়তা রয়েছে। এছাড়াও চমৎকার সব অবকাঠামোর কথা না-ই বলা হল। কিন্তু অচিরেই তেলের মূল্য দিয়ে আর বেতন পরিশোধ করা সম্ভব হবে না। কজেই তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে শুরু করেছে তারা। সবচেয়ে উল্লেখযোগ্য, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন-২০৩০ পরিকল্পনা। এতে অর্থনীতিকে তিনি উচ্চ-প্রযুক্তি, পর্যটন ও অন্যান্য কারখানা নির্ভর করে তোলার পরিকল্পনা করেছেন।
যদি তিনি সফল (যদিও তার সফলতা নিয়ে সন্দেহ রয়েছে) হয়ে যান, তবুও সৌদি নাগরিকরা যে ধরনের জীবন ধারনে অভ্যস্ত, সেই খরচ পূরণে তা সম্ভব হবে না।
উপসাগরীয় অঞ্চলে বিশ্বের সবচেয়ে ধনী দেশের বিলাসিতা থেকে মধ্যআয়ের পরিশীলিত মলিন জীবনে অভ্যস্ত হওয়ার সময়টা খুব সহজেই পার করতে পারবে বলে নিশ্চয়তা দেয়া যাচ্ছে না। রাজতান্ত্রিক সরকারের ওপর ভিত্তি করে অংশত উপসাগরীয় দেশগুলোর রাজনৈতিক স্থিতিশীলতা নির্ভরশীল। এছাড়া অর্থনৈতিক পসারের ওপরও নির্ভরশীলতার বিষয়টি রয়েছে তাদের। যখন আরব বসন্ত শুরু হয়েছিল, তখন রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে তেলসমৃদ্ধ দেশগুলো তাদের কর্মীদের বেতন ও অন্যান্য কল্যাণমূলক পদক্ষেপ বাড়িয়ে দিয়েছিল মারাত্মকভাবে। পরবর্তী সময়ে তা কোনো বাস্তবিক বিকল্প হিসেবে প্রমাণিত হয়নি।
মধ্যপ্রাচ্যকে চিরায়ত নৈরাজ্যিক মনে হলেও আরও দশটি বছর অপেক্ষা করুন, তখন তাদের অর্থ কমে যাবে, সামান্য শান্তি ও স্থিতিশীলতা আনতে খুব কম কর্মসংস্থান থাকবে। সে হিসেবে বলাই যায় যে চরম বিপর্যয় ধেয়ে আসছে।
#---অর্থনীতিবিদ ও কলামনিস্ট ডেভিড রোজেনবার্গের লেখাটি ইসরাইলি দৈনিক হারের্টজে বিশ্লেষণটি প্রকাশিত।
আপনি যদি এই প্রথম RS Voice TV চ্যানেল এর ভিডিও দেখে থাকেন, তাহলে প্রথমেই আমাদের চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। আর ইতোমধ্যেই সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।
আমাদের চ্যানেলে কি বিষয়ে ভিডিও দেখতে চান ?
কমেন্টে লিখে জানান 🖋
আমাদের RS Voice TV চ্যানেল থেকে প্রচারিত সকল নিউজ/ভিডিও গুলো দেশের স্বনামধন্য বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল, গুগল, উইকিপিডিয়া ও অন্যান্য অনলাইন সোর্স থেকে সংগ্রহ করে থাকি, আমরা আমাদের সাধ্যমত আন্তরিকতার সাথে সর্বোচ্চভাবে চেষ্টা করি সঠিক ও নির্ভুল সংবাদগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে... আমাদের চ্যানেল থেকে প্রচারিত সকল সংবাদের অরজিনাল সোর্স বা লিঙ্ক আমরা প্রতিটি ভিডিও ডিস্ক্রিপশনে দিয়ে দেই... তাই এসব নিউজের সাথে সরাসরি আমাদের চ্যানেলের কোন সংশ্লিষটতা নেই। তারপর ও কোন সংবাদের সত্যতা নিয়ে আপনাদের কোন প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। আর পুরাতন অনেক ভিডিওতে ভিডিও কনটেন্ট এর সোর্স উল্লেখ নাই... তাই সোর্স উল্লেখ করা নাই কিন্তু ভিডিওর সত্যতা বা সোর্স আপনাদের কারো প্রয়োজন, এক্ষেত্রে অবশ্যই সেই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো আপনার কাঙ্ক্ষিত ভিডিওর সোর্স দেয়ার জন্য। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
🖋 যে কোন অভিযোগ/পরামর্শ/নির্দেশনার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে নিম্নুক্ত লিঙ্ক থেকে আমাদের ফেসবুক অফিশিয়াল পেইজে ম্যাসেজ করুন : https://goo.gl/FmWBr5
📺 সাবস্ক্রাইব করুন
🔔 বেল আইকন ক্লিক করুন 🔔
Like, Comment and Share... 😊
📺 Please Don't Forget to SUBSCRIBE Our Channel (IT'S FREE) ⇙
SUBSCRIBE : https://goo.gl/W6RkAm
Follow our channel on Social Media 👩🏼🤝🧑🏻
আমাদের ফেসবুক পেজ লাইক করুন : https://goo.gl/FmWBr5
আমাদের ফেসবুক গ্রুপ এ জয়েন করুন : https://goo.gl/KDq69g
#UnitedArabEmirates
#RSVoiceBanglaAnalysis
© Video Footage & Photo Used Under Creative Commons License.
⚠ এই ভিডিওতে ব্যবহৃত কিছু ছবি প্রকৃত ব্যক্তি, ঘটনা, সময় বা স্থানকে উপস্থাপন করে না; দৃশ্যের শূণ্যতা পূরন করতে তা ব্যবহার করা হয়েছে। ⚠
🚫 Fair Use Disclaimer ©
This channel may use some copyrighted materials without specific authorization of the owner but contents used here falls under the “Fair Use” as described in The Copyright Act 2000 Law No. 28 of the year 2000 of Bangladesh under Chapter 6, Section 36 and Chapter 13 Section 72. According to that law allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
🙂 NOTICE FOR RESPECTIVE COPYRIGHT OWNERS
If you find any inappropriate use of your copyrighted material in this video; please contact us.
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: