শিক্ষার্থীদের সফল হওয়ার উপায় জানালেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।। education minister dipu moni
Автор: Daily Chandpur
Загружено: 2023-03-15
Просмотров: 267
Описание:
#শিক্ষামন্ত্রী ডা. #দীপু_মনি বলেছেন, ‘আমাদের মস্তিষ্ক একটি সুপার কম্পিউটার। এই সুপার কম্পিউটারের সমান হতে হলে আজকের দিনের যেকোনও শক্তিশালী কম্পিউটারের যে শক্তি আছে তার প্রায় ১০ লাখ গুণ বেশি হতে হবে। তাই আমরা প্রত্যেকেই মাথার মধ্যে অসম্ভব দামি একটা কম্পিউটার নিয়ে ঘুরছি। এখন আমরা যদি এটির ব্যবহার না করি, তাহলে তার কোনও মূল্যই থাকে না।'
#শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘বড় বড় বিজ্ঞানীরা তাদের অনুসন্ধিৎসাকে কাজে লাগিয়ে, মস্তিষ্ক নামের সুপার কম্পিউটারকে কাজে লাগিয়ে অনেক বড় বড় কিছু #আবিষ্কার করেছেন। তাই আমাদের নিজেদেরকে এবং দেশকে এগিয়ে নিতে হলে বিজ্ঞান শিখতে হবে, প্রযুক্তি শিখতে হবে, প্রযুক্তি উদ্ভাবন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আইসিটি শিখতে হবে। #আইসিটি এখন সাক্ষরতার অংশ। আমরা আগে যেমন বলতাম, অ, ক, খ, ১, ২,৩, ৪ গুনতে পারাটা হচ্ছে সাক্ষরতা। এখন #কম্পিউটার চালাতে পারাটাও সাক্ষরতার অংশ। কাজেই এক্ষেত্রে আমাদেরকে সব পারতে হবে।
মঙ্গলবার (১৪ মার্চ) #চাঁদপুর শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন অলিম্পিয়াড-২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: