আজকে চলে গেলাম পাতা বাবার কাছে😊 Kew ariye jaben na
Автор: masti_team.2
Загружено: 2025-09-14
Просмотров: 93
Описание:
আজকে চলে গেলাম পাতা বাবার কাছে😊 Kew ariye jaben na #ytshort #vlog #shortvideo #viral #durga
🙏🙏 সবাইকে একটা কথা বলতে চাই,!পাতা বাবা কে নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না, হাসি ঠাট্টা বিদ্রূপ কেউ করবেন না!
বিশ্বাসে কৃষ্ণ মিলে তর্কে বহু দুর
মায়ের আদেশ পেয়ে এই পাতা বাবা সবাইকে পাতা ঔষধ দান করছেন, সবাইর কাছে বিনম্র অনুরুধ কেউ হাসি মজাক করবেন না !
পাতা খেলেই রোগ মুক্তি! ইনি সেই ভাইরাল পাতা বাবা, তিনি পাতা ভক্তদের মধ্যে (লোকের মধ্যে )বিলিয়ে দেন বিনামূল্যে।
লোকজন বলেছেন -- সেই পাতা খেয়েই লোকজন উপকার পাচ্ছেন (রোগমুক্ত হচ্ছেন)বলে ভিড় জমাচ্ছেন শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরের গড়ের বন্দ গ্রামে হাজার হাজার লোকজন।
স্থানীয়, বিভিন্ন জেলা এবং বিভিন্ন রাজ্য থেকেও এখানে লোকজন আসতে শুরু করেছেন ।
গত দেড় মাস থেকেই এই পাতা বিলিয়ে যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে।
পাতা বাবার নাম -সত্য বাবু সিনহা।
তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মী।
প্রতিদিন পাতা খাওয়ার জন্য হাজার হাজার লোক ভিড় জমান উনার স্থানীয় গ্রাম স্থানীয় বাড়িতে গড়ের বন্দে।
বিভিন্ন জনের অভিমত উনারা উপকার পাচ্ছেন পাতা খেয়ে এবং পেয়েছেন।
বিভিন্ন জনের মুখে শোনা যাচ্ছে মা শ্রী শ্রী দেবী দুর্গতিনাশিনী দুর্গা উনাকে স্বপ্নে পাতার সন্ধান দিয়েছেন।
যেকোনো ধরনের রোগের কাম দিচ্ছে সেই পাতা, রোগের নাম বলতে লাগছে না উনার কাছে গিয়ে। যে কোন রোগ থাকলেই সেই পাতায় দিচ্ছেন তিনি।
তিনি বলেছেন উনার যতদিন প্রাণ থাকবে শরীরে, ততদিন তিনি বিনামূল্যে এই পাতা ভক্তদের লোকেদের উপকারের জন্য বিলিয়ে যাবেন।
এখানে সেই পাতা অর্থাৎ প্রসাদ পাওয়ার জন্য আপনাকে শুদ্ধাচারে যেতে হবে ,আগের দিন নিরামিষ খেতে হবে, স্নান করে শুদ্ধ মনে বিশ্বাস নিয়ে যেতে হবে।
পোস্টটি শেয়ার করতে পারেন ,যাতে তথ্যগুলি সবাই জানতে পারেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: