সর্দি কাশির জম বাসক পাতা / how to make basok leaf juice for cough and fever
Автор: arpitazWay
Загружено: 2022-12-21
Просмотров: 229
Описание:
বাসক পাতার উপকারিতা, বাসক পাতার ঔষধি গুণ অথবা বাসক পাতার ব্যবহার সম্পর্কে জানার আগে তো এটা জানতে হবে যে বাসক পাতা কী, কেমন দেখতে ইত্যাদি! তা না হলে কীভাবে চিনবেন আর বাসক পাতার ব্যবহারই বা কীভাবে করবেন (Basak Pata Uses)। বাসক পাতা (Basak Pata) হল এমন একটি ভেষজ উদ্ভিদ যার শুধুমাত্র পাতাই নয়, মূল, ফুল, এবং আরও নানা অংশ ওষুধ তৈরির কাজে লাগে। বাসক পাতার গাছ উচ্চতায় তিন থেকে চার ফুট মতো হয় এবং ঘন গুল্মের মতো দেখতে হয়। থোকা থোকা ফুল হয় এবং বাদামের মতো দেখতে ফল হয়। চারা অবস্থায় যদিও বাসক পাতার গাছ দেখতে সবুজ থাকে, কিন্তু পরিণত গাছের কান্ডটি হালকা বেগুনি রঙের হয়।
কাশি কমাতে বাসক পাতা
আগেই যেমন বলা হল সর্দি কাশি কমাতে বাসক পাতার ব্যবহার (Basak Pata Uses) অনস্বীকার্য। যদি বহু পুরনো সর্দি বা কাশির সমস্যা থাকে, সেক্ষেত্রে দু-চারটি বাসক পাতা খুব ভাল করে ধুয়ে বেটে নিয়ে সেই রস যদি নিয়মিত খাওয়া যায়, তাহলে উপশম হয়। এক্ষেত্রে জেনে রাখা ভাল যে বাসক পাতা (Basak Pata) প্রচন্ড তেতো হয়। কাজেই এক চামচ মধুর সঙ্গে এক চামচ বাসক পাতার রস মিশিয়ে প্রতিদিন সকালে খালিপেটে বেশ কয়েকদিন খেতে পারেন। এরপর অবশ্যই এক গ্লাস জল খাবেন। সপ্তাহখানেকের মধ্যেই কাশি কমে যাবে।
২। যক্ষ্মা রোধে বাসক পাতা
বাসক পাতার ঔষধি গুণ গুলির মধ্যে একটি হল বাসক পাতা (Basak Pata) যক্ষ্মা বা টিউবারকিউলোসিস রোগ সারাতে সাহায্য করে। বাসক পাতায় অ্যান্টি-মাইক্রোবাল উপাদান রয়েছে যা যক্ষ্মা কমাতে (বাসক পাতার গুনাগুন) সাহায্য করে। এছাড়াও ব্রঙ্কাইটিস ও হুপিং কাশির সমস্যা সমাধানেও বাসক পাতা সাহায্য করে।
৩। বাতের ব্যথায় উপশম করে
বাসক পাতার উপকারিতা - বাসক পাতার ব্যবহার - বাসক পাতার গুনাগুন
ঔষধি গুণ
বাসক পাতার উপকারিতা
বাসক পাতার অপকারিতা
আচ্ছা, আপনি যখন ছোট ছিলেন তখন সর্দি-কাশি হলে আপনার মা বা বাড়ির বড় কোনও সদস্য কখনও এক ধরনের পাতা বেটে তার রস আপনাকে খাইয়েছিলেন? আমাকে ছোটবেলায় প্রচুর খেতে হয়েছে এই পাতার রস। বড্ড তেতো! আজ এত বছর পর হঠাৎ করে বাসক পাতার উপকারিতা (Basak Pata) সম্পর্কে লিখতে বসে সেই তেতো স্বাদটা আবার যেন অনুভব করলাম। কিন্তু যাই হোক, বাসক পাতার গুনাগুন (Basak Pata Benefits) রয়েছে, আর বেশিরভাগই হল বাসক পাতার ঔষধি গুণ। তবে একইসঙ্গে বাসক পাতার অপকারিতাও রয়েছে। সব ব্যাপারগুলোই জেনে রাখা উচিত এবং ঠিক কী কীভাবে বাসক পাতার ব্যবহার (Basak Pata Uses) হয়ে থাকে, চলুন একবার দেখে নেওয়া যাক।
Table of Contents
বাসক পাতা কী? (What Is Basak Pata?)
বাসক পাতার ঔষধি গুণ (Medicinal Uses of Basak Pata)
বাসক পাতার উপকারিতা (Basak Pata Benefits)
বাসক পাতার পার্শ্বপ্রতিক্রিয়া (Side Effects of Basak Pata)
বাসক পাতা সংক্রান্ত কিছু জরুরি প্রশ্নোত্তর (FAQs)
বাসক পাতা কী? (What Is Basak Pata?)
বাসক পাতার উপকারিতা, বাসক পাতার ঔষধি গুণ অথবা বাসক পাতার ব্যবহার সম্পর্কে জানার আগে তো এটা জানতে হবে যে বাসক পাতা কী, কেমন দেখতে ইত্যাদি! তা না হলে কীভাবে চিনবেন আর বাসক পাতার ব্যবহারই বা কীভাবে করবেন (Basak Pata Uses)। বাসক পাতা (Basak Pata) হল এমন একটি ভেষজ উদ্ভিদ যার শুধুমাত্র পাতাই নয়, মূল, ফুল, এবং আরও নানা অংশ ওষুধ তৈরির কাজে লাগে। বাসক পাতার গাছ উচ্চতায় তিন থেকে চার ফুট মতো হয় এবং ঘন গুল্মের মতো দেখতে হয়। থোকা থোকা ফুল হয় এবং বাদামের মতো দেখতে ফল হয়। চারা অবস্থায় যদিও বাসক পাতার গাছ দেখতে সবুজ থাকে, কিন্তু পরিণত গাছের কান্ডটি হালকা বেগুনি রঙের হয়।
বাসক পাতার ঔষধি গুণ (Medicinal Uses of Basak Pata)
Basak Pata Benefits - Basak Pata Uses - বাসক পাতার ঔষধি গুণ - বাসক পাতার উপকারিতা - বাসক পাতার ব্যবহার
বাসক পাতার ঔষধিগুণের (Basak Pata Benefits) কথা বলতে গেলে সবার প্রথমেই বলা যায় যে পাতাগুলিই সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ওষুধ তৈরি করতে। ওষুধ তৈরি করতে তাজা এবং শুকনো – দু’রকমের বাসক পাতার ব্যবহারই দেখা যায়। বাসকের পাতায় ভ্যাসিসিন নামে একটি প্রাকৃতিক উপাদান থাকে (বাসক পাতার গুনাগুন) এবং জরুরি কিছু এসেনশিয়াল অয়েলও থাকে। বাসক পাতার ব্যবহার (Basak Pata Uses) সাধারণত সর্দি ও কাশি কমাতে ব্যবহার করা হয়। বহুদিনের বুকে জমা কফ তরল করার জন্যও বাসক পাতার রস খাওয়ানোর চল অনেকদিন ধরেই রয়েছে। বাসক পাতায় (Basak Pata) থাকা প্রাকৃতিক উপাদানগুলি বুকে জমে থাকা কফ গলিয়ে ব্রঙ্কাইটিসের সমস্যা থেকেও মুক্তি দেয়।
বাসক পাতার উপকারিতা (Basak Pata Benefits)
বাসক পাতার উপকারিতা সম্পর্কে জেনে নিন –
কাশি কমাতে বাসক পাতা
আগেই যেমন বলা হল সর্দি কাশি কমাতে বাসক পাতার ব্যবহার (Basak Pata Uses) অনস্বীকার্য। যদি বহু পুরনো সর্দি বা কাশির সমস্যা থাকে, সেক্ষেত্রে দু-চারটি বাসক পাতা খুব ভাল করে ধুয়ে বেটে নিয়ে সেই রস যদি নিয়মিত খাওয়া যায়, তাহলে উপশম হয়। এক্ষেত্রে জেনে রাখা ভাল যে বাসক পাতা (Basak Pata) প্রচন্ড তেতো হয়। কাজেই এক চামচ মধুর সঙ্গে এক চামচ বাসক পাতার রস মিশিয়ে প্রতিদিন সকালে খালিপেটে বেশ কয়েকদিন খেতে পারেন। এরপর অবশ্যই এক গ্লাস জল খাবেন। সপ্তাহখানেকের মধ্যেই কাশি কমে যাবে।
যক্ষ্মা রোধে বাসক পাতা
বাসক পাতার ঔষধি গুণ গুলির মধ্যে একটি হল বাসক পাতা (Basak Pata) যক্ষ্মা বা টিউবারকিউলোসিস রোগ সারাতে সাহায্য করে। বাসক পাতায় অ্যান্টি-মাইক্রোবাল উপাদান রয়েছে যা যক্ষ্মা কমাতে (বাসক পাতার গুনাগুন) সাহায্য করে। এছাড়াও ব্রঙ্কাইটিস ও হুপিং কাশির সমস্যা সমাধানেও বাসক পাতা সাহায্য করে।
বাসক পাতার ঔষধিগুণ (Bashok Pata) গুলির মধ্যে আরও একটি হল এই পাতা বাতের ব্যথাও উপশম করতে সাহায্য করে। এতে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে যা আরট্রাইটিস, বাতের ব্যথা, গাঁটে ব্যথা ইত্যাদি নিরাময় করতে সাহায্য করে। কয়েকটি বাসক পাতা (Basak Pata Benefits) বেটে তার সঙ্গে হলুদ ও চুন মিশিয়ে লাগালে বাতের ব্যথা কমে বলে অনেকে দাবী করেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: