CRP Hospital, Savar || সিআরপি হাসপাতাল, সাভার ঘুরে দেখা ও বিস্তারিত বর্ণনা
Автор: Time with Tomal
Загружено: 2024-03-29
Просмотров: 13607
Описание:
#CRP #সিআরপি হাসপাতালের বিস্তারিত
পক্ষাঘাতগ্রস্ত বা দুর্ঘটনায় শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়া মানুষের চিকিৎসা ও পুনর্বাসনের আলোচনা উঠলেই সিআরপির নামটি চলে আসে। প্রতিষ্ঠানটির পুরো নাম সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) বা পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র। এটি ৪০ বছরের বেশি সময় ধরে রোগীদের চিকিৎসা দিচ্ছে, মানুষকে পুনর্বাসিত করছে। পাশাপাশি এই চিকিৎসাসেবার বিকাশে শিক্ষাকার্যক্রম চলছে সিআরপিতে। স্বাস্থ্য, সেবা ও শিক্ষার এমন প্রতিষ্ঠান বাংলাদেশে কম।
সিআরপি বাংলাদেশের স্বাধীনতার আট বছর পর আনুষ্ঠানিক যাত্রা শুরু। তবে এর প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর সেবামূলক কাজে যুক্ত ছিলেন স্বাধীনতার আগে থেকেই। শুরু থেকেই সিআরপি পক্ষাঘাতে বা দুর্ঘটনায় আশা হারানো হাজার হাজার মানুষকে চিকিৎসা দিয়ে, পুনর্বাসিত করে নতুন জীবনের স্বপ্ন দেখিয়েছে। অনেকের জীবনে সিআরপি এসেছে আশীর্বাদ হয়ে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: