কালেমা পড়া সত্ত্বেও কাদিয়ানীদের কাফের বলা হয় কেনো? প্রসঙ্গঃ কাদিয়ানী কাফের।
Автор: খতমে নবুওয়ত মারকায
Загружено: 2022-07-28
Просмотров: 52719
Описание:
কালেমা পড়া সত্ত্বেও কাদিয়ানীদের কাফের বলা হয় কেনো? প্রসঙ্গঃ কাদিয়ানী কাফের।
============================================================
লক্ষণীয় বিষয় হলো কাদিয়ানীদের তরফ থেকে জোর গলায় এ প্রশ্ন করা হয় যে, তারা কালেমা পড়া সত্তে¡ও তাদেরকে কাফের কেন বলা হয়? অথচ এই প্রশ্নটি এমন সম্প্রদায়ের পক্ষ থেকে করা হচ্ছে, যারা বিশে^র কোটি কোটি মুসলমানদেরকে কালেমা পড়া এবং ইসলামের যাবতীয় হুকুম আহকাম মানা সত্তে¡ও শুধু কাদিয়ানীকে না মানার কারণে অবলীলায় তাদেরকে কাফের বলে যাচ্ছে।
আপনি যদি কাদিয়ানী সম্প্রদায়ের দীর্ঘ ১০০ বছরের লিখিত গ্রন্থসমূহ তালাশ করে দেখেন, তাহলে কোথাও আপনি খুজে পাবেন না যে, মির্যা কাদিয়ানিকে বিশ^াস করে না এমন মুসলমানকে তারা মুসলমান হিসাবে স্বীকার করে। বরং দেখতে পাওয়া যাবে শুধু এই যে, তারা মুসলমানদের কাফের ঘোষণা করছে। এর কয়েকটি রেফারেন্স দর্শকদের সামনে তুলে ধরছি-
১. মির্যা কাদিয়ানীর কিতাব তাযকিরাহ যা কাদিয়ানিদের কাছে একটি ইলহামি কিতাব। এই তাজকিরার ৫১৯ পৃষ্ঠায় কাদিয়ানী লিখেছে-“খোদা তাআলা আমার উপর নাযিল করেছেন, যার কাছে আমার দাওয়াত পৌঁছেছে অথচ সে আমাকে গ্রহণ করেনি সে মুসলমান নয়; বরং সে আল্লাহর কাছে পাকড়াও হবে”।
২. মির্যা কাদিয়ানীর লিখিত কিতাব হাকিকাতুল ওহী যা রুহানী খাযায়েনের ২২ তম খন্ডে সংকলিত- এর ১৮৫ পৃষ্ঠায় সে লিখেছে-“আমাকে অস্বীকার করা নবীকে অস্বীকার করার শামিল। যেমন নবীকে অস্বীকার করা কুফুরী তেমন আমাকে অস্বীকার করাও কুফুরী”।
৩. কাদিয়ানীদের ২য় খলীফা মির্যা কাদিয়ানির ছেলে মির্যা বশির উদ্দিন মাহমুদ তার কিতাব আয়েনায়ে সাদাকাতে লিখেছে, “তৃতীয় বিষয় এই যে, কোন মুসলমান যে মাসিহে মাউদের বায়াতে শামিল হবে না যদিও সে মাসীহে মাউদের নামও শুনেনি তারপরও সে কাফের এবং ইসলামের গন্ডি থেকে বাইরে”। দেখুন-আনওয়ারুল উলুমের ৬ষ্ঠ খন্ড ১১০ পৃষ্ঠা।
৪. মির্যার অপর ছেলে মির্যা বশির আহমদ এম এ কালিমাতুল ফসল কিতাবের ১১০ পৃষ্ঠায় লিখেছে- “প্রত্যেক এমন ব্যক্তি যে মুসা আা: কে মানে কিন্তু ঈসা আ: কে মানে না, অথবা ঈসা আ: কে মানে কিন্তু মুহাম্মাদ সা: কে মানে না, কিংবা হযরত মুহাম্মদ সা: কেও মানে কিন্তু মাসিহে মাউদ (মির্যা কাদিয়ানী) কে মানে না- সে শুধু কাফের নয়; বরং পাক্কা কাফের এবং ইসলামের গন্ডি থেকে বাইরে।”
============================================================
#কাদিয়ানীকাফের
#কাদিয়ানীদের_কাফের_বলার_কারণ
#কাদিয়ানীসম্প্রদায়
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: