আবার জ্বলছে বাংলাদেশ,পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ছাত্রনেতা, রংপুরে শাসকদলের সাংসদের বাড়িতে আগুন।
Автор: ANJ TV
Загружено: 2024-08-04
Просмотров: 26
Описание:
Bangladesh Protest
আবার জ্বলছে বাংলাদেশ, পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ছাত্রনেতা, রংপুরে শাসকদলের সাংসদের বাড়িতে আগুন।
আবারও পথে বাংলাদেশের পড়ুয়া, যুবসমাজ। তাঁদের এ বার দাবি একটাই, শেখ হাসিনা সরকারের অপসারণ। রবিবার, থেকে সে দেশে শুরু হল অসহযোগ আন্দোলন।
ঢাকা-সিলেট জাতীয় সড়ক অবরোধ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট জাতীয় সড়ক অবরোধ করেছেন বিক্ষোভকারীরা।
বাংলাদেশে নিহত ছাত্রনেতা। মাগুরায় পুলিশ, শাসকদলের কর্মী, সমর্থকদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান (রাব্বি)। মাগুড়ার এক হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় আনা হয় তাঁকে। সেখানে চিকিৎসার সময় তাঁর মৃত্যু হয়েছে। হাসপাতালের প্রধান মহসিন উদ্দিন জানিয়েছেন, ওই যুবকের শরীরে গুলির চিহ্ন রয়েছে। আরও দশ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
রংপুরে শাসকদলের সংসদের বাড়িতে আগুন
রংপুরে শাসক দল আওয়ামী লীগের সাংসদের বাড়িতে আগুন ধরানোর অভিযোগ। ‘প্রথম আলো’ দাবি করেছে, রবিবার সকালে সাংসদ আবুল কালাম আহসানুল হক চৌধুরীর বাড়িতে আগুন ধরিয়েছেন আন্দোলনকারীরা।
মিরপুরে শাসক দলের সাংসদের সমাবেশ
মিরপুরে সমাবেশ করলেন শাসক দল আওয়ামী লীগের সাংসদ মাইনুল হোসেন নিখিল। অভিযোগ, সে সময় শাসক দলের কর্মীদের হাতে ছিল লাঠি।
চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় সংঘর্ষ
চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় শাসক ,দল আওয়ামী লীগ এবং তাদের ছাত্র সংগঠন ছাত্র লীগের কর্মী-সমর্থকদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের অভিযোগ উঠেছে। ‘প্রমথ আলো’ দাবি করেছে, আন্দোলনকারীদের উপর হামলা চালান শাসকদলের নেতা-কর্মীরা। পরে পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। দুই পক্ষের সংঘর্ষে আট জন আহত বলে জানিয়েছে ওই সংবাদসংস্থা।
ঢাকায় কাউন্সিলরের কার্যালয়ে আগুন
ঢাকায় পরিবাগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একুশ নম্বর কাউন্সিলর মহম্মদ আসাদুজ্জামানের কার্যালয়ে আন্দোলনকারীরা আগুন ধরিয়েছেন বলে অভিযোগ।
ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি তেরো জন
ঢাকা মেডিক্যাল কলেজে তেরো জন ভর্তি হয়েছেন বলে দাবি করেছে ‘প্রথম আলো’। তাঁদের মধ্যে কয়েক জন গুলিবিদ্ধ। ঢাকার শাহবাগ, শনির আখড়া, নয়াবাজার-সব বিভিন্ন স্থান থেকে তারা এসেছেন বলে দাবি সংবাদসংস্থার।
ঢাকা-ময়মনসিংহ জাতীয় সড়ক অবরোধ
রবিবার সকালে ঢাকা-ময়মনসিংহ জাতীয় সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। রাস্তায় বন্ধ রয়েছে যান চলাচল। পুলিশ এবং আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে বলেও অভিযোগ।
ফরিদপুরে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন
সংবাদসংস্থা ‘প্রথম আলো’ দাবি করেছে, ফরিদপুরে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন ধরিয়েছেন আন্দোলনকারী। ছাত্র লীগের কার্যালয়েও আগুন জ্বালানো হয়েছে। অভিযোগ, রবিবার সকালে এগারো টা নাগাদ আওয়ামী লীগের কার্যালয় লক্ষ্য করে হামলা চালান বিক্ষোভকারীরা। সে সময় কার্যালয়ের ভিতর যে দলীয় কর্মীরা ছিলেন, তাঁরা ছুটে পালিয়ে যান। পরে শাসকদলের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা বাইকেও আগুন ধরান আন্দোলনকারীরা।
শাহবাগে জড়ো হয়েছেন আন্দোলনকারীরা। ঢাকার বিভিন্ন এলাকা থেকে মিছিল করে এসেছেন তাঁরা। হাসিনা সরকারের পদত্যাগ চেয়ে স্লোগান তাঁদের মুখে। অভিযোগ, আন্দোলনকারীদের একাংশ পুলিশকর্মীদের দেখে তাড়া করেন। শাহবাগ থানার সামনে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।
মুন্সিগঞ্জে নিহত দুই
সংঘর্ষের আঁচ মুন্সিগঞ্জ এলাকাতেও। সেখানে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের সংঘর্ষে নিহত হয়েছেন দু’জন।
জেলাতেও ছড়িয়ে আন্দোলন
আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছে জেলাগুলিতেও। ‘প্রথম আলো’ দাবি করেছে, ঢাকার পাশাপাশি তেত্রিশটি জেলা এবং শহরে পথে নেমেছেন পড়ুয়ারা। পাশে রয়েছেন বিভিন্ন বয়সের, বিভিন্ন পেশার মানুষজন। সংবাদসংস্থার দাবি, গাজিপুরে এক জন নিহত হয়েছেন। তিনি পেশায় ব্যবসায়ী। কুমিল্লায় গুলিবিদ্ধ হয়েছেন সাত জন। আঙুল উঠেছে আওয়ামী লীগ এবং সহযোগী দলগুলির নেতাদের দিকে। সাতটি জেলায় আহত প্রায় একশো ত্রিশ জন।
শহিদ মিনারে জমায়েত
শনিবার ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে শহিদ মিনারে জড়ো হন পড়ুয়ারা। বাংলাদেশের সংবাদ সংস্থা ‘প্রথম আলো’ জানিয়েছে, তাঁদের মুখে ছিল সরকার-বিরোধী স্লোগান। এক দফা দাবিতে শহিদ মিনারে জড়ো হন পড়ুয়ারা। দাবি, শেখ হাসিনা সরকারের পদত্যাগ।
বাংলাদেশ আবার উত্তাল
কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে। পথে নেমেছিলেন পড়ুয়ারা। দেশের সর্বোচ্চ আদালতের রায়দানের পর স্তিমিত হয় সেই আন্দোলন। এ বার ফের সক্রিয় উত্তাল বাংলাদেশ। আবার পথে নামলেন পড়ুয়ারা। তাঁদের দাবি, শেখ হাসিনা সরকারের পদত্যাগ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: