হার্ট অ্যাটাক হওয়ার আগে এই চার সংকেত দেখলে সাবধান হয়ে যান !
Автор: Aaj Somoy News
Загружено: 2025-12-09
Просмотров: 10005
Описание:
স্বনামধন্য চিকিৎসক ডক্টর গোলাম মোর্শেদ বলছেন হার্ট অ্যাটাক হওয়ার বেশ কিছুদিন আগে থেকেই চার সতর্ক সংকেত দিতে থাকে শরীর!
তাই অবশ্যই সাবধান হয়ে যান এই লক্ষণগুলো দেখলে।
নম্বর এক, তীব্র বুকে ব্যথা হওয়া এবং বুকের মাঝ বরাবর ব্যথার সাথে চাপ সৃষ্টি হওয়া হার্ট অ্যাটাকের প্রথম লক্ষণ। অবশ্যই সতর্ক হোন এমনটা নিয়মিত দেখলে। এই ব্যথা বাম কাঁধের দিকে অথবা চোয়ালের দিকেও ছড়িয়ে পড়তে পারে।
নম্বর ২, প্রচন্ড ঘাম। হার্ট অ্যাটাকের লক্ষণে বুকে ব্যথার সাথে ভীষণ রকমের ঘাম এবং অস্বস্তি ভাব লক্ষ্য করা যায় শরীরে।
নম্বর তিন, ক্লান্তি এবং অবসন্ন হয়ে আসা। অনেক সময় বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের সময় শরীরে ক্লান্তি এবং অবসন্নতা লক্ষ্য করা যায়।
নম্বর চার, বমি বমি ভাব। অনেক সময় হার্ট অ্যাটাকের ক্ষেত্রে বুকের নিচে অর্থাৎ পেটের অংশে ব্যথা এবং বমি বমি ভাব ও লক্ষ্য করা যায়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: