যাদু নষ্টের শক্তিশালী একটি আয়াত।
Автор: Raqi Abu Usman
Загружено: 2023-01-17
Просмотров: 31929
Описание:
যাদু নষ্টের শক্তিশালী একটি আয়াত।
(সূরা ইউনুস কুরআনের ১০ নম্বর সূরা
আয়াত নাম্বার ৮১)
তিনটা সমস্যার জন্য এই রুকইয়াহ শুনতে পারেন।
১-} প্রতিদিন ২ থেকে ৩ বার যাদু নষ্টের নিয়তে শুনতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ রহমতে যাদু নষ্ট হয়ে যাবে
যদি নিয়ত ঠিক থাকে। (অথবা আপনার সাধ্য অনুযায়ী দৈনিক যে কয়বার করে পারেন শুনুন)
২-} যাদু কোথায় আছে তা জানার জন্য
প্রতিদিন ঘুমানোর পূর্বে ১ বা ২ বার শুনতে পারেন।
তখন নিয়ত করবেন হে আল্লাহ যাদু কোথায় আছে
দেখিয়ে দিন আর শুনার সময় চোখ বন্ধ করে নিবেন।
চোখের উপরে যা দেখবেন তা মনে রাখার চেষ্টা করবেন আর বেশি বেশি করে দোয়া করতে থাকবেন
হে আল্লাহ যাদুর মূল জায়গাকে দেখিয়ে দিন।
যতদিন পর্যন্ত যাদুর যায়গা স্পষ্ট না হয় ততদিন
পর্যন্ত শুনতে পারবেন। ইনশাআল্লাহ।
তারপরে আপনি যা চোখের উপরে দেখবেন সেটা ভালো কোন অভিজ্ঞ রাকির কাছে বলে যাদুর জায়গা চিহ্নিত
করে যাদু বের করুন।
৩-} আপনার যাদুর সমস্যা আছে কি না তা জানতে
চোখ বন্ধ করে ২/৩ বার শুনুন।
ইনশাআল্লাহ বুঝতে পারবেন।
স্বাভাবিকের থেকে ব্যতিক্রম যদি কোন প্রতিক্রিয়া হয় তাহলে মনে করবেন আপনার যাদুর সমস্যা আছে।
মাথা ব্যথা ঘাড় ব্যথা অস্থির লাগা শরীর গরম হয়ে যাওয়া পেটে ব্যথা করা ঘুম চলে আসা ইত্যাদি লক্ষণগুলো থাকলে মনে করবেন আপনার যাদুর সমস্যা আছে।
সম্পূর্ণ লেখাটা শুরু থেকে শেষ পর্যন্ত তিনবার পাঠ করুন তারপরেও যদি কোন কিছু বুঝতে কষ্ট হয় তাহলে প্রশ্ন করুন।মহান রব আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আপনাদের
সুস্থতার উসিলা হিসেবে কবুল করুন আমিন।
=========================================
ফেসবুক পেইজ লিংক।
https://www.facebook.com/profile.php?...
টেলিগ্রাম লিংক
https://t.me/Raqi_abuusman/60
=========================================
সর্ব অবস্থায় অভিজ্ঞ কোন রাকির পরামর্শ গ্রহণ করুন, প্রয়োজনে অভিজ্ঞ রাকির অধীনে থেকে রুকইয়া করুন অন্যথায় ভুল চিকিৎসা ও বিভ্রান্তির শিকার হবেন।
Raqi Abu Usman
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: