কৃষকের মুখে হাসি, ইরি ধানের বা*ম্পার ফলন ||সবুজের সমারোহ। TAT ARIF
Автор: TAT ARIF
Загружено: 2023-03-10
Просмотров: 30
Описание:
এবার কৃষকের মুখে হাসি, প্রচুর পরিমান ধানের ফলন যেদিকে তাকাই সবুজ আর সবুজ ধান
চারিদিকে সবুজ আর সবুজ। এ যেন সবুজের সমারোহ, দু’চোখ যতদূর যায় সবুজে ঘেরা মাঠ এখন।কালিয়া উপজেলার দিগন্তজোড়া মাঠ। কৃষকের মনে সঞ্চয় হচ্ছে স্বপ্ন, হালকা বাতাসে দুলছে সবুজ ধানের কচিপাতা। কয়েকদিনের মধ্যেই ধান গাছের ফুলে শীষে দুধ-দানা। জমিগুলো এক ফসলি ছিলো, বন্যার প্রকোপ না থাকায় এখন একটি জমিতে তিন ফসল, জমিভেদে কখনো চার চারটি ফসল তুলছেন চাষিরা।
সরেজমিনে জানা যায়, এবার ধানের ভালো ফলন আশা করছেন তারা। তাই এসময় উপজেলার বিভিন্ন মাঠে ধানের সবুজ গাছগুলোতে পোকামাকড় রোধে কীটনাশক, সার প্রয়োগে নিবিড় পরিচর্যায় ব্যাস্ত সময় পার করছেন তারা।
উপজেলার বাবুপুর গ্রামের প্রান্তিক কৃষক রাসেদ মোল্লা জানান, কৃষি অফিসারদের পরামর্শ ও সহযোগিতায় এবার ধাানের ভালো ফলন হবে আশা করছি। প্রাকৃতিক দূর্যোগ না হলে এবার ধানের বাম্পার ফলন হবে।
কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ও অফিস সূত্রে জানা যায়, এবার ধুনট উপজেলায় ১০টি ইউনিয়নে চলতি মৌসুমে আমন ধান চাষের রোপন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১৬ হাজার ৭০০ হেক্টর জমিতে। যার অর্জিত লক্ষমাত্রা ১৬ হাজার ৭০৫ হেক্টর। চলতি বছর উপজেলা থেকে চালের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার ১৩৮ মেট্রিক টন। যা স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি করা যাবে।
#ধান
#unitsandmeasurements
#bangladesh
#agriculture
#agranews
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: