যে পাপ আল্লাহ কখনো ক্ষমা করেন না যা ইব্রাহিম (আঃ) এর পিতা করেছিলো!! খুবই গুরুত্বপুর্ণ আলোচনা ।।
Автор: Roshidul Ahmed (Digital Marketer)
Загружено: 2018-11-28
Просмотров: 64
Описание:
_____^_______________
যে পাপ আল্লাহ কখনোই ক্ষমা করেন না যা ইব্রাহিম (আঃ) এর পিতা করেছিলো ফলে তাকে কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন না............ 😐😦
(বক্তা Shaikh Abdur Razzaq Bin Yousuf)
______________________
"নিশ্চয়ই আল্লাহ শির্কের গোনাহ ক্ষমা করেন না।”
(আন-নিসা ১১৬)
__________________
গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ)
হাদিস নম্বরঃ ৩৩৫০
মহান আল্লাহর বাণীঃ আর আল্লাহ ইবরাহীম (আঃ)-কে বন্ধুরূপে গ্রহণ করেছেন- (আন্-নিসা ১২৫)।
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বিয়ামাতের দিন ইবরাহীম (আঃ) তার পিতা আযরের দেখা পাবেন। আযরের মুখমন্ডলে কালি এবং ধূলাবালি থাকবে। তখন ইবরাহীম (আঃ) তাকে বললেন, আমি কি পৃথিবীতে আপনাকে বলিনি যে, আমার অবাধ্যতা করবেন না? তখন তাঁর পিতা বলবে, আজ আর তোমার অবাধ্যতা করব না। অতঃপর ইবরাহীম (আঃ) আবেদন করবেন, হে আমার রব! আপনি আমার সঙ্গে ওয়াদা করেছিলেন যে, হাশরের দিন আপনি আমাকে লজ্জিত করবেন না। আমার পিতা রহম হতে বঞ্চিত হবার চেয়ে বেশী অপমান আমার জন্য আর কী হতে পারে? তখন আল্লাহ বলবেন, আমি কাফিরদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি। পুনরায় বলা হবে, হে ইবরাহীম! তোমার পদতলে কী? তখন তিনি নীচের দিকে তাকাবেন। হঠাৎ দেখতে পাবেন তাঁর পিতার জায়গায় সর্বাঙ্গে রক্তমাখা একটি জানোয়ার পড়ে রয়েছে। এর চার পা বেঁধে জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে।
আল্লাহ্ তা’আলা ইবরাহীম (‘আঃ)-এর কাফির পিতার চেহারার পরিবর্তন ঘটিয়ে ইবরাহীম (‘আঃ)-কে অপমান থেকে বাঁচাবেন।
হাদিসের মানঃ সহিহ
http://www.hadithbd.com/share.php?hid...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: