SSC তে MCQ তে আমি কীভাবে ২৫/২৫ পেয়েছিলাম সব সাব্জেক্টে? Explained!
Автор: SHADMAN ABRAR
Загружено: 2026-01-27
Просмотров: 12833
Описание:
কোর্স লিংকঃ
https://acsfutureschool.com/ssc-mcq
কোর্স কীভাবে কিনবে তার টিউটোরিয়াল ভিডিও লিংকঃ
• কীভাবে শাদমান ভাইয়ার MCQ কোর্সে ভর্তি হবে?...
প্রতিবছর ৯০% স্টুডেন্ট পড়াশোনা করা সত্ত্বেও শুধু MCQ ঠিকভাবে ও সময়ের মধ্যে দাগাতে না পারায় GPA-5 মিস করে।
এই সমস্যাটা মাথায় রেখেই তোমাদের জন্য আমরা নিয়ে আসছি, স্পেশাল“MCQ 25/25 Topper Course”🔥
লাস্ট ১ মাসে MCQ নিয়ে যেন তোমার আর কোনো টেনশন না থাকে এই লক্ষ্যেই কোর্সটা ডিজাইন করা।
এই কোর্সে
ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা ১ম ও ২য়, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং আইসিটির সব সাবজেক্টের প্রতিটি চ্যাপ্টারের বোর্ড ও স্কুলে বিগত বছরগুলোতে আসা সব গুরুত্বপূর্ণ MCQ সলভ করানো হবে।
শুধু প্রশ্ন সলভ না করলেই কি হবে? সিক্রেট টেকনিক জানা লাগবে না!? 😏
MCQ-তে ২৫/২৫ পাওয়ার জন্য টাইম ম্যানেজমেন্ট, কমন ট্র্যাপ প্রশ্ন ইগনোর, অপশন এলিমিনেশন, দ্রুত সঠিক উত্তর বের করার টেকনিক সবকিছু স্টেপ-বাই-স্টেপ শেখানো হবে।
কোর্সে আরও থাকছে,
• প্রতিটি সাবজেক্টের খুটিনাটি সহ বেস্ট MCQ ক্লাস
• বোর্ড টপার শাদমান ভাইয়ার Secret MCQ Technique
• ফুল MCQ Preparation
• প্রতিটি ক্লাসের ডিজিটাল Slide
ক্লাস নেয়া হবে, আমাদের সকলের ফেভারিট ACS Future School এর App ও Website-এ।
এই কোর্সে সব সাব্জেক্টে মাত্র ১ মাসে MCQ তে সবসময় ২৫/২৫ পাওয়া নিশ্চিত করতে ক্লাস নিবেন SSC তে ঢাকা বোর্ডে সেকেন্ড স্ট্যান্ড ও ছেলেদের মধ্যে সর্বোচ্চ নম্বর পাওয়া শাদমান আবরার ভাইয়া। ✨
এরপর থেকে MCQ নিয়ে আর আলাদা করে চিন্তা করতে হবে না।
তোমরা সবার কথা চিন্তা করে কোর্সের ফি একদমই কম রাখা হয়েছে। তাই স্পেশাল ডিসকাউন্ট শেষ হবার আগেই লিংক থেকে কোর্সে এনরোল করে MCQ তে বেস্ট মার্ক নিশ্চিত করো। ❤️
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: