কি দেখে নার্সারি থেকে অ্যাডেনিয়াম গাছ কিনবেন ?
Автор: Love leaf
Загружено: 2023-08-09
Просмотров: 228
Описание:
মিডিয়া এ্যাডেনিয়াম এর জন্য খুব গুরুত্বপূর্ণ। একটু ভুলের জন্য এ্যাডেনিয়াম নষ্ট হয়ে যেতে পারে। তাই, এ্যাডেনিয়াম মিডিয়ার জন্য প্রয়োজনীয় উপাদান গুলো এবং যত্ন সম্পর্কে আজকে আলোচনা করা হলো।
এডেনিয়ামের মিডিয়া প্রস্তুতির জন্য ৬ টি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মনে রাখা উচিত। এগুলো হলো-
১. নিউট্রিয়েন্ট
২. pH
৩. এয়ারেশন
৪. ড্রেইনেজ
৫. জীবাণুমুক্ত
৬. ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি
 নিউট্রিয়েন্ট
নাইট্রোজেন গাছের পাতা ও কান্ডের বৃদ্ধিতে সহায়ক। এমাইনো এসিডের উপাদান হিসেবে এটি গাছের প্রোটিনের চাহিদা পূরন করে। ফুল, ফলের সঠিক বৃদ্ধির জন্য ফসফরাস অপরিহার্য। পটাশিয়াম গাছের পাতা, শাখা-প্রশাখা, কান্ড ও শিকড় কে করে সজেত আর শক্তিশালী। এই উপদান গুলো মিডিয়াতে সঠিক মাত্রায় না থাকলে এডেনিয়ামের বৃদ্ধি ব্যাহত হতে পারে।
 pH
৬-৭ pH এডেনিয়ামের জন্য সবচেয়ে উপযোগী। খুব এসিডিক মিডিয়াতে লাইম দিয়ে আর এ্যালকালাইন মিডিয়াতে পিট মস দিয়ে এডেনিয়াম মিডিয়ার pH সঠিকমাত্রায় বজায় রাখা সম্ভব। কারন, অতিমাত্রার অম্ল/ক্ষারীয় মিডিয়া এডেনিয়ামের জন্য ক্ষতিকর।
 এয়ারেশন
এডেনিয়ামের শিকড়ে বায়ু চলাচলের জন্য মিডিয়া হালকা করে বানাতে হবে। এতে গাছের গ্রোথ ভাল হয়। পারলাইট, পুমিস/ঝামা পাথর ব্যবহার করে এটি খুব সহজেই করা যায়।
 ড্রেইনেজ
এডেনিয়াম মরূভূমির উদ্ভিদ, জলাবদ্ধতা একেবারেই সহ্য করে না। মিডিয়াতে পানি থেকে গেলে এডেনিয়ামের শিকড় পচে যেতে পারে।
 জীবাণুমুক্ত মিডিয়া
মিডিয়া তৈরীর সময় লক্ষ্য রাখতে হবে যেন এর প্রতিটি উপাদান জীবাণুমুক্ত থাকে। ব্যাকটেরিয়া, ছত্রাক, মাকড়, মিলিবাগের সংক্রমণ গাছের বৃদ্ধি ব্যহত করে।
 ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি (CEC)
এর মানে হলো মাটিতে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম ধরে রাখার সক্ষমতা। এই মিনারেল গুলো গাছের শিকড়ের বৃদ্ধির জন্য খুবই প্রয়োজনীয়। হিউমিক এসিড, ফালভিক এসিড বা এজোমাইট মিশিয়ে মিডিয়ার CEC বাড়ানো সম্ভব।
A complete care of Adenium
How yo care Adenium
কি দেখে নার্সারি থেকে অ্যাডেনিয়াম গাছ কিনবেন?
#adenium #video #rooftopgarden #rooftopgardening #garden #gogreen #vivo
For more....
WhatsApp : 9679453494
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: