HOTEL SONAR BANGLA । JOYPUR FOREST । A LUXURY RESORT । সোনার বাংলা, জয়পুর ফরেস্ট ।
Автор: Trip Talk with Samya & Sompita
Загружено: 2024-12-27
Просмотров: 6838
Описание:
ঘুরে এলাম সোনার বাংলা, জয়পুর ফরেস্ট থেকে।
২৩ শে ডিসেম্বর কলকাতা থেকে গাড়ি নিয়ে আরামবাগের রাস্তা ধরে গিয়েছিলাম জয়পুর ফরেস্টে। লাঞ্চ করলাম বনলতা রিসোর্টে। এরপর পৌছালাম হোটেল সোনার বাংলায়। মেন্ রোড থেকে প্রায় ২ কিমি ভিতরে ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত এই রিসোর্টটা। গত ১২ ডিসেম্বর থেকে এই রিসোর্টটি ওপেন হয়েছে কয়েকটা রুম আর রেস্টুরেন্ট নিয়ে, এখনো পর্যন্ত ৪৪ টি রুম অপারেটিভ। রিসোর্টের নির্মাণ কাজ চলছে, পুরো শেষ হতে মাস তিনেক লাগবে। টোটাল এখানে ৮১ টি রুম, ৫ টি টেন্ট কটেজ আর ৫ টি ট্রি হাউস হতে চলছে। সুইমিং পুলটি খুব শীঘ্রই ওপেন হতে চলছে। অনেকটা জায়গা জুড়ে রিসোর্টটি, ভিতরে বিভিন্ন গাছপালা, রংবেরঙের ফুলগাছে পরিপূর্ণ। বিভিন্ন জায়গায় সৌন্দৰ্য্যায়নের কাজ চলছে। রুম গুলো খুব সুন্দর, আধুনিক, Cozy। সব রুম থেকেই জঙ্গলের ভিউ পাওয়া যায়। এখানে আপাতত প্রমোশনাল ট্যারিফ চলছে, রিসোর্টের কাজ সম্পূর্ণ হলে ভাড়া আরো বাড়বে ধরে নেয়া যায়। রেস্টুরেন্টটা খুব সুন্দর, সেখান বসেই সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। এখানকার খাওয়া দাও অত্যাধিক সুন্দর, কিন্তু খাবার দামও বেশ ভালো। রুম ভাড়ার সঙ্গে বুফে ব্রেকফাস্ট আছে, ব্র্যাকফাস্টে অনেক কিছু আইটেম রয়েছে । শুনলাম রিসোর্টে আরো অনেক কিছু হতে চলছে যেমন রোপ ওয়ে, জিম, চিলড্রেন পার্ক, কমিউনিটি হল, গেম রুম, সাইকেলিং ইত্যাদি।
রিসোর্টে বুকিং আমরা অনলাইনে করেছিলাম, আপনারা চলছে অফলাইনে করতে পারেন - রিসোর্টের বিসনেস কার্ড নিয়ে এনেছি। বিস্তারিত সব তথ্য ভিডিওটিতে আছে। আরো কিছু জানার থাকলে এখানে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন - পুরো ভিডিও দেখার কোনো বাধ্যবাধকতা নেই। ভিডিওটি ভালো লাগলে অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।
#HotelSonarBangla
#travel
#weekendtourfromkolkata
#weekendtrip
#weekendtournearkolkata
#joypurforest
#bishnupur
#bengalivlog
#সোনারবাংলা
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: