ধনী হতে চাইলে এই 4টি কথা কাউকে বলবেন না 4 Rules about Money | Chanakya Niti About money
Автор: Finance পাঠশালা
Загружено: 2023-05-26
Просмотров: 6189
Описание:
ধনী হতে চাইলে এই 4টি কথা কাউকে বলবেন না 4 Rules about Money | Chanakya Niti About money Chanakya Niti in Bangali Motivational Video Finance পাঠশালা 21 Secret of millionaire Like Rich Dad Poor Dad Book Summary Personal Finance Book Summary Bangla
দেখুন ধনী হওয়া তো একে খুব কঠিন কাজ তারপর আবার যারা ধনী হওয়ার চেষ্টা করেই যাচ্ছেন তাদের শত্রুরও শেষ নেই। আমাদের বাঙ্গালীদের অভ্যাস জন্মগতভাবে এমন যে আমরা কারো ভালো সহ্যই করতে পারি না। আর এমন অবস্থায় আপনি যাই করার চেষ্টা করছেন সেটা হোক ব্যবসা বা জব এখন আমি আপনাদের সাথে যে চারটি কথা বলব সেগুলো আপনি কখনোই কারো সাথে শেয়ার করবেন না। আর যদি আপনি মনের ভুলেও সেগুলো শেয়ার করে ফেলেন তাহলে আপনি কখনো আর যাই হোক ধনী হতে পারবেন না। এবং পাশাপাশি আপনার অনেক শত্রুও তৈরি হয়ে যাবে। তাই অনুরোধ করবো ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখবেন। আমাদের যে কোন বিজনেস বা যেকোনো কাজের ক্ষেত্রে সর্বপ্রথম আসে আমাদের চিন্তাভাবনা মানে আমাদের থট। মানে সে কাজটি বা বিজনেসটি নিয়ে আমাদের নিজস্ব প্ল্যানিং। এরপর এই চিন্তা ভাবনা বা প্লানিং আমাদের ফিলিংস এর সাথে কানেক্ট হয়। আর এটা আমাদের ইমোশনের সাথে কানেক্ট হয়ে আমাদের সে কাজটির জন্য অ্যাকশন নিতে আমাদের উদ্বুদ্ধ করে মানে আমাদের ফোর্স করে। আর এই অ্যাকশন আমাদের যে কোন কাজের রেজাল্ট এনে দেয় সেটি ভালো কিংবা মন্দ। এর মানে হল আমাদের যে কোন কাজের বা যে কোন বিজনেসের শুরুটা হয় আমাদের চিন্তা-ভাবনা বা থার্ডস থেকে। আর এসব কারণেই সফল লোকেরা সব সময় শিক্ষনীয় জিনিস দেখে শিখে । তারা বড় বড় এক্সপার্টদের ব্যাপারে যাতে তাদের থট বা চিন্তাশক্তি সেই চিন্তা চেতনা দ্বারা কনভার্ট হয় যা তাদের আরও বেশি ধনী ও বৃত্তশালী করে তোলে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: