চাকমাঘাটে ভয়াবহ লরি দুর্ঘটনা,ট্রাকেই তিলে তিলে মৃত্যু হল কাঞ্চনপুরের গাড়ি চালক মিহির দেবনাথের ।
Автор: KCP Live
Загружено: 2025-08-05
Просмотров: 196
Описание:
চাকমাঘাটে ভয়াবহ লরি দুর্ঘটনায় ট্রাকেই ভিতর তিলে তিলে মৃত্যু হল কাঞ্চনপুরের গাড়ি চালক মিহির লাল দেবনাথের,চাকমাঘাটে ভয়াবহ লরি দুর্ঘটনায় ট্রাকেই ভিতর তিলে তিলে মৃত্যু হল কাঞ্চনপুরের গাড়ি চালক মিহির লাল দেবনাথের,৫ ঘণ্টা পর উদ্ধার মৃতদেহ – প্রশ্নের মুখে প্রশাসনিক সাড়া । গতকাল গভীর রাতে চাকমাঘাট এলাকায় জাতীয় সড়কে ঘটে যায় এক মর্মান্তিক লরি দুর্ঘটনা। ধর্মনগর থেকে আগরতলা অভিমুখে সিমেন্ট বোঝাই একটি লরি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে । দুর্ঘটনাগ্রস্ত ওই লরিটির চালক ছিলেন কাঞ্চনপুর মহকুমার দশদা এলাকার মিহির লাল দেবনাথ । দুর্ঘটনার পর লরির কেবিনে আটকে পড়েন চালক। প্রত্যক্ষদর্শীরা তৎক্ষণাৎ পুলিশ ও প্রশাসনকে খবর দিলেও দীর্ঘ সাত থেকে আট ঘণ্টা পর্যন্ত চালককে উদ্ধার করা যায়নি। অবশেষে, সকালে লরির কেবিন থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে প্রাথমিকভাবে কোনো আধুনিক উদ্ধার সামগ্রী বা হাইড্রলিক ক্রেন না থাকায় স্থানীয় মানুষজন প্রশাসনের ভূমিকা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন।স্থানীয়রা প্রশ্ন তুলেছেন এত দীর্ঘ সময় ধরে একজন মানুষ দুর্ঘটনায় আটকে পড়ে থাকলেও কেন উদ্ধার কাজে তৎপরতা দেখাতে ব্যর্থ প্রশাসন? কেন দমকল, উদ্ধারকারী দল বা আধুনিক যন্ত্রপাতি ঘটনাস্থলে এত দেরিতে পৌঁছল? একটি জাতীয় সড়কে, যেটি দিনে-রাতে ট্রাফিকে ব্যস্ত থাকে, সেখানে এমন অব্যবস্থাপনা কতটা মেনে নেওয়া যায়?এ ঘটনাকে ঘিরে প্রশাসনিক ব্যর্থতা এবং বিপর্যয় মোকাবিলা ব্যবস্থার অক্ষমতা ফের একবার প্রকাশ্যে এল বলে মনে করছেন সাধারণ মানুষ।স্থানীয় প্রশাসন এখনও পর্যন্ত কোনও লিখিত বিবৃতি দেয়নি। এদিকে, নিহত মিহির লাল দেবনাথের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পাড়ায় চলছে শোক ও ক্ষোভের মিলিত প্রতিক্রিয়া।
#BreakingNews #gandachhara #A #jolaibari #Sabroom #TripuraNews #SUNAMURA #panisagar #NewsUpdate #DonaldTrump #Agartala #Tripura #dharmanagar #kanchanpur #panisagar
#mizuram #karimganj #assam #Silchar
#bengladesh #dhaka #JharkhandNews #jharkhand #gandachhara #AgartalaNews #jolaibari #Sabroom #gandachhara
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: