ইসলামের দৃষ্টিতে যেভাবে জন্মদিন পালন করবেন |Sheikh Ahmadullah|
Автор: Hadiser Kotha Official
Загружено: 2022-12-14
Просмотров: 12279
Описание:
#shorts #youtubeshorts #islam #IslamicQuotes #IslamicStatus #sheikh_ahmadullah
সমাজে জন্মদিন পালনের প্রবণতা একটু বেশিই পরিলক্ষিত হচ্ছে। ধনী হোক আর গরীব হোক, নিজ জন্মের দিনটা ঘটা করে পালন না করলে যেনো মনে শান্তি আসে না। কেবল মানুষ নয়, কিছু বিত্তশালী পোষা কুকুরটিরও জন্মদিন পালন করে! এদিন তারা নানা আয়োজন করে বন্ধু-বান্ধবকে নিমন্ত্রণ করে, আনন্দ-উল্লাস করে, মদ্যপান করে, নর্তকী নাচিয়ে ফুর্তি করে এবং নানা অপকীর্তিতে লিপ্ত থাকে।
কেক কেটে জন্মদিন পালনের উদ্ভব সর্বপ্রথম ঘটে পশ্চিমা দেশগুলোতে। আর জন্মদিনের সূচনা হয় ফেরাউন থেকে। বাইবেলের বুক অব জেনেসিসে এসেছে, তৃতীয় দিনটা ছিল ফেরাউনের জন্মদিন। ফেরাউন তার সব দাসদের জন্য ভোজের আয়োজন করলেন। সেই সময় ফেরাউন রুটিওয়ালা ও খাদ্যদ্রব্য পরিবেশককে কারাগার থেকে মুক্তি দিলেন। (আদি পুস্তক: ৪০২)
সুতরাং বুঝা গেলো, জন্মদিন পালনের উদ্ভব ঘটেছে বিধর্মীদের থেকে। ইসলামে এর কোনো ভিত্তি নেই। ইসলাম কখনোই এমন অপসংস্কৃতিকে প্রশ্রয় দেয় না।
একটি হাদিসে নবী করিম (সা.) বলেন, যে ব্যক্তি যে জাতির আনুরূপ্য অবলম্বন করবে, সে ব্যক্তি সেই জাতিরই দলভুক্ত। (সহিহুল জামে: ৬০২৫) নবী করিম (সা.) আরো বলেন, সে ব্যক্তি আমার দলভুক্ত নয়, যে আমাদেরকে ছেড়ে অন্য কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে। তোমরা ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করো না, খৃস্টানদেরও সাদৃশ্য অবলম্বন করো না।' (সিলসিলাহ সহিহা: ২১৯৪)
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: