সুরা কাহফ | (سورة الكهف) | Surah Kahf | Manobkollan Media
Автор: মানবকল্যাণ মিডিয়া
Загружено: 2025-12-11
Просмотров: 714
Описание:
সুরা কাহফ | (سورة الكهف) | Surah Kahf | Manobkollan Media #shorts
🌙 সুরা কাহফের ফজিলত
⭐ ১. দাজ্জাল সুরা থেকে রক্ষা
রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
যে ব্যক্তি সুরা কাহফের প্রথম দশ আয়াত মুখস্থ রাখবে, সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে।
— সহিহ মুসলিম
আর একটি বর্ণনায় এসেছে:
শেষ দশ আয়াত পড়লেও একই সুরক্ষা পাওয়া যাবে।
⭐ ২. জুমার দিনে পড়লে নূর (আলোক) লাভ
হাদিসে এসেছে:
যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহফ পড়বে, তার দুই জুমার মাঝে আলোক বিকিরণ হবে।
— আল-হাকিম, বায়হাকি (হাসান হাদিস)
অর্থাৎ জুমার দিন এই সূরা পড়লে এক সপ্তাহের জন্য নুরানিয়াত ও বরকত লাভ হয়।
⭐ ৩. শেষ জামানার ফিতনা থেকে রক্ষা
সুরা কাহফে চারটি কাহিনী রয়েছে—
গুহাবাসী তরুণদের ঈমান
দুই বাগানের মালিক
মুসা (আ.) ও খিজির (আ.)
যুলকারনাইন (আ.)
এগুলোর প্রত্যেকটি মানুষকে জীবনের বড় বড় ফিতনা (ঈমান, সম্পদ, জ্ঞান, ক্ষমতা) থেকে রক্ষা পাওয়ার পথ শেখায়।
⭐ ৪. আল্লাহর করুণা ও দয়া অর্জনের মাধ্যম
এ সূরায় রয়েছে: তাওহিদের শিক্ষা, আল্লাহর সাহায্য, ধৈর্য ও পরীক্ষা, দুনিয়ার ক্ষণস্থায়ী অবস্থার স্মরণ,
এসব বিষয় পাঠকের ঈমানকে দৃঢ় করে এবং রহমত অর্জনে সহায়তা করে।
⭐ ৫. কিয়ামতের আলো
আরও বর্ণনায় এসেছে:
যে সুরা কাহফ পাঠ করবে, কিয়ামতের দিন তার জন্য আলো ছড়িয়ে পড়বে।
📌 উপসংহার
সুরা কাহফ হলো ফিতনা ও বিপদ থেকে রক্ষার ঢাল, জুমার দিনের বরকতের উৎস এবং কিয়ামতের দিনের নূরের মাধ্যম। নিয়মিত তিলাওয়াত ও মুখস্থ করার মাধ্যমে একজন মুমিন জীবনে আল্লাহর বিশেষ সাহায্য পেতে পারে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: