শেষ ডিসেম্বর | Metal Rock | Bengali Rock Song | Ogochalo Official
Автор: Ogochalo Official
Загружено: 2025-12-26
Просмотров: 22088
Описание:
শেষ ডিসেম্বর Is A New Bangla Rock Song By Ogochalo Official
মূল বর্ণনা:
শহরের বুকে জমে থাকা হালকা কুয়াশা আর ট্রাফিক সিগন্যালে থমকে যাওয়া সময়ের গল্প নিয়ে এই গান। ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন বছর আসে ঠিকই, কিন্তু কিছু স্মৃতি ধুলো পড়া ডায়েরির পাতায় অমলিন থেকে যায়।
ডিসেম্বরের এই শেষ রাতে, যখন শহর মেতেছে রঙিন ফানুস আর উৎসবের আমেজে, ঠিক তখনই কেউ একজন ভিড়ের মাঝে খুঁজে বেড়ায় তার চেনা মানুষটিকে। হারানো সুর, না-বলা অভিমান আর একাকীত্বের এক অদ্ভুত মিশেল এই গান— "আমার শহর আজ বড্ড বেশি একা"।
সব পাওয়া না-পাওয়ার হিসেব বাকি রেখে, এই সুর উৎসর্গ করা হলো সেইসব মানুষদের জন্য যারা ফেলে আসা বিকেলের রোদে আজও কাউকে খুঁজে ফেরে।
#bengali #newsong #rocksong #metalsong
Production Credits:
Concept & Lyrics: Written and conceptualized by Ogochalo Official (Human Edited).
Music: Generated via Suno Al (Pro Subscription).
License: Created using a paid commercial license which grants full ownership and distribution rights.
Lyrics :
হালকা কুয়াশা মাখা শহরের এই ভিড়,
থমকে দাঁড়িয়ে থাকা traffic Signal—
বুকের ভেতরে আজ অদ্ভুত এক অস্থিরতা,
সময়ের কাঁটা যেন বড় বেশি বেসামাল।
পুরনো ক্যালেন্ডার Dustbin -এ যাবে কাল,
নতুন ডায়েরিতে থাকবে না তোমার নাম;
ফেলে আসা বিকেলের সেই চেনা রোদটুকু—
দিতে পারেনি কেউ তার সঠিক দাম।
ঠান্ডা কফির কাপে লেগে আছে ধোঁয়া,
জানালার কাঁচ জুড়ে একরাশ কুয়াশা;
আমরা তো হারিয়েছি অনেক কিছু জানি,
তবুও কেন দেখি এক নতুন আশা?
রাস্তার জংশনে ঝরে পড়া পাতাগুলো,
বিকেলের আলোয় তারা বড় বেশি টান ;
হারিয়ে যাওয়া সুরগুলো ফিরে আসে ফের—
হয়ে এক বিষণ্ণ বেসুরো গান।
"সব পাওয়া না-পাওয়ার হিসেবটা থাক বাকি,
স্মৃতিরা আজ দিচ্ছে আমায় বড্ড বেশি ফাঁকি!
বিদায়বেলায় এই তোমার সাথে শেষ দেখা—
আমার শহর আজ বড্ড বেশি একা।"
উলের চাদরে নিজেকে লুকিয়ে রাখা,
কিংবা গিটারে সেই মরচে পড়া তার;
অপেক্ষা আর দীর্ঘশ্বাসের মাঝে—
দেখা মেলেনি তোমার গলার স্বর একবার।
বছর শেষে সব শহরটা সেজেছে আজ,
উড়ছে আকাশে রঙিন রঙিন ফানুস;
আমি শুধু ভিড়ের মাঝে খুঁজে বেড়াই—
আমার চেনা সেই মানুষটার মানুষ।
"সব পাওয়া না-পাওয়ার হিসেবটা থাক বাকি,
স্মৃতিরা আজ দিচ্ছে আমায় বড্ড বেশি ফাঁকি!
বিদায়বেলায় এই তো তোমার সাথে শেষ দেখা—
আমার শহর আজ বড্ড বেশি একা।"
শেষ ডিসেম্বরের এই শেষ রাতে,
মুছে যাক যত না-বলা অভিমান;
ভালো থেকো তুমি অন্য কোনো বসন্তে—
রেখে গেলাম একলা আমার এই গান।
#শেষডিসেম্বর #বাংলাগান #বিষণ্ণতা #নতুনবছর #স্মৃতি #BengaliSong #DecemberVibes #MissingSomeone #music #metal
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: