Cancer medicine।।মরণব্যাধী ক্যান্সারের মেয়াদহীন ওষুধ উদ্ধার করেছে Rab
Автор: Sajid AAA
Загружено: 2018-11-06
Просмотров: 600
Описание:
রাজধানীর বাবুবাজারে পাইকারি ওষুধের মার্কেট মিডফোর্ট টাওয়ার ও হাবিব মার্কেটে অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করেছে র্যা বের ভ্রাম্যমাণ আদালত। এসময় দুইটি দোকান সিলগালা ও দোকান মালিক না থাকায় নিয়মিত আইনে মামলা দায়ের করা হয়েছে। নকল ওষুধ তৈরির সাথে জড়িতদের খুজে বের করতে র্যা বের এ ধরণের অভিযান চলবে বলে জানায়, ভ্রাম্যমান আদালত।
এই ইনজেকশটি মরণব্যাধি ক্যান্সারের কেমোথেরাপির জন্য ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু যার মেয়াদ গত দুই বছর আগেই শেষ হলেও নতুন মোড়কে মেয়াদ বাড়িয়ে দেয়া হয়েছে, দুই হাজার বিশ সাল পর্যন্ত।
রাজধানীর বাবুবাজারের পাইকারি ওষুধের মার্কেট মিডফোর্ট টাওয়ার ও হাবিব মার্কেটে এধরণের মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ পাওয়া যায়। শুধু ক্যান্সারের ওষুধই নয়, চোখের ড্রপ থেকে শুরু করে, ডাইবেটিক রোগিদের ইনসুলিন, হৃদরোগের ওষুধসহ নানা প্রকারের ওষুধেই মেয়াদ শেষ হওয়ার পরই নতুন মোড়কে নতুন তারিখ বসিয়ে বাজারজাত করা হয় সারাদেশে। যা মানুষের শরীরে প্রবেশের ঘটতে নানা ধরণে পার্শ্বপ্রতিক্রিয়া।
সোমবার রাতে র্যা বের ভ্রাম্যমান আদালত মার্কেট দুটিতে অভিযান করে মেয়াদোত্তীর্ণ এবং দেশী-বিদেশী বিভিন্ন কোম্পানীর নকল ওষুধ জব্দ করে। তবে, এ সময় দোকান মালিকরা র্যা বের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায়।
এর আগেও গত কয়েকদিন আগে মিডফোর্ট টাওয়ারের এই দোকানটিতে র্যা বের অভিযান করে বিপুল পরিমান ভেজাল ওষুধ জব্দ করা হয়েছিল।এরপরও সংশোধন না হওয়ায় দোকানটি সিলগালা করা হয়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: