গুলিয়াখালী সমুদ্র সৈকত | সীতাকুণ্ড |Guliakhali Sea Beach | Sitakundu | Beautiful Bangladesh
Автор: Golam-The Great
Загружено: 2021-06-15
Просмотров: 206
Описание:
গুলিয়াখালী সমুদ্র সৈকত | সীতাকুণ্ড | Guliakhali Sea Beach | Sitakundu | Beautiful Bangladesh
গুলিয়াখালী বীচে যাবার উপায়-
যেহেতু এই বীচ সীতাকুণ্ডে তাই দেশের যে কোন প্রান্ত থেকে প্রথমে আসতে হবে সীতাকুণ্ডে।
বিভিন্ন উপায়ে ঢাকা বা চট্রগ্রাম থেকে সীতাকুণ্ডে আসতে পারবেন। ঢাকা থেকে সীতাকুণ্ড ঢাকা থেকে চট্রগ্রাম গামী যে কোন বাসে করেই যেতে পারবেন সীতাকুন্ড। এসি ও নন এসি এইসব বাসের ভাড়া ৪৮০-১০০০ টাকা। প্রয়োজন হলে বাসের সুপারভাইজার কে আগেই বলে রাখবেন সীতাকুন্ড নামিয়ে দিতে।
ঢাকা থেকে সীতাকুন্ড মেইল ট্রেনে করে জনপ্রতি ১২০ টাকা ভাড়া সীতাকুণ্ড আসতে পারেন। ঢাকা থেকে আন্তঃনগর ট্রেনে করে ফেনী যেতে পারবেন, শ্রেনী ভেদে ভাড়া ২৬৫-৮০০ টাকা। ফেনী থেকে লোকাল বাসে করে সীতাকুণ্ড যেতে পারেন। ফেনী থেকে লোকাল বাসে সীতাকুণ্ড যেতে ৫০ থেকে ৭০ টাকা ভাড়া লাগবে।চট্রগ্রাম থেকে সীতাকুণ্ড চট্রগ্রামের অলংকার মোড়, এঁকে খান মোড়, কদমতলী থেকে সীতাকুণ্ড যাবার বাস ও মেক্সি পাওয়া যায়। পছন্দ মতো জায়গা থেকে চলে আসতে পারবেন সীতাকুণ্ড বাজারে।
সীতাকুন্ড থেকে গুলিয়াখালী সীতাকুন্ডের বাস স্ট্যান্ড ব্রীজের নিচ থেকে সরাসরি সিএনজি/অটো নিয়ে গুলিয়াখালি বীচের বাঁধ পর্যন্ত চলে যেতে পারবেন। গুলিয়াখালি বীচের বাঁধ পর্যন্ত জনপ্রতি অটো ভাড়া নিবে ৩০ টাকা, আর অটো রিজার্ভ নিয়ে যেতে চাইলে ভাড়া লাগবে ১৫০-২০০ টাকা। ভাড়ার পরিমাণ অবশ্যই দরদাম করে ঠিক করবেন। সীতাকুণ্ড ফিরে আসার জন্যে আগে থেকেই সিএনজি চালকের নাম্বার নিয়ে রাখতে পারেন।
অথবা
যাওয়া আসা সহ রিজার্ভ করে নিতে পারেন। সন্ধ্যা হয়ে গেলে অনেক সময় ফিরে আসার সময় সিএনজি/অটো পাওয়া যায় না। থাকা ও খাওয়া গুলিয়াখালি সি বিচে থাকা ও খাবার কোন ব্যবস্থা নেই। শুধুমাত্র সী-বিচে ছোট একটি দোকান আছে তাই প্রয়োজনে সীতাকুণ্ড বাজার থেকে সাথে খাবার নিয়ে নিন। থাকতে চাইলে সীতাকুণ্ড বাজারে সাইমুন এবং সৌদিয়া হোটেলে থাকতে পারবেন। সাইমুনে ৩০০ থেকে ৬০০ টাকায় রুম পাবেন আর সৌদিয়ায় রুম পেতে আপনাকে গুনতে হবে ৬০০ থেকে ১৬০০ টাকা।
বুকিং দিতে ফোন করতে পারেন
Tel: 01991-787979, 01991-787979 Mobile:01816-518119, 01816-518119 নাম্বারে।
আরো ভালো কোথাও থাকতে চাইলে আপনাকে চট্রগ্রাম চলে যেতে হবে। পরামর্শ ভ্রমণকে নিরাপদ করতে প্রয়োজনে ট্যুরিস্ট পুলিশের সাহায্য নিন। ভ্রমণ স্থানকে ময়লা ফেলে নোংরা করবেন না। নিজে পরিষ্কার পরিচ্ছন্নতার বেপারে সচেতন হোন এবং অন্যকে সচেতন করার চেষ্টা করুন। জোয়ার ভাটার সময় জেনে নিন। জোয়ারের সময় হলে বীচের কাছে না থাকাই ভালো। পানির ঢেউ যখন বাড়বে বীচ থেকে চলে আসবেন। আর জোয়ারের সময় পানি উঠে নালা গুলো পূর্ণ হয়ে যায়। তখন পারাপার হতে সমস্যা হতে পারে। আর যেহেতু এটা পর্যটক বান্ধব বীচ নয়, তাই সমুদ্রে নামার ক্ষেত্রে সতর্ক থাকুন। সাঁতার না জানলে বেশি দূর কখনো যাবেন না।
** কষ্ট লাগল এখানেও কেউ কেউ চিপ চিপসের প্যাকেট, বোতল ইত্যাদি ফেলে রাখসে। ময়লা আবর্জনা ফেলে এত সুন্দর পর্যটন মুখর পরিবেশ কে নষ্ট করবেন না।**
#গুলিয়াখালি #গুলিয়াখালি_সী_বিচ #guliakhali #গুলিয়াখালী_বীচ #সীতাকুন্ড #ভ্রমণ #সীতাকুন্ড_ভ্রমণ #ভ্রমণ_গাইড #travel #beautiful_Bangladesh #sitakundo #shitakundo #sitakundu #guliakhali_sea_beach
গুলিয়াখালী সমুদ্র সৈকত
************************
গুলিয়াখালী সমুদ্র সৈকত,Guliakhali Sea Beach,Beautiful Bangladesh,গুলিয়াখালি সী বিচ,গুলিয়াখালি,guliakhali sea beach,guliakhali,sea beach in chittagong,sitakundo,shitakundo,guliakali,sitakundo sea beach,green beach,sitakunda chittagong,গুলিয়াখালি,সমুদ্রসৈকত,sea beach,sitakunda sea beach,sitakunda tour,guliakhali tour,tourist,road track,গুলিয়াখালী,গুলিয়াখালি সি বিচ,গুলিয়াখালি সমুদ্র সৈকত,sitakunda see beach,গুলিয়াখালি যাওয়ার উপায়,গুলিয়াখালি ভ্রমণ খরচ,vlog
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: