পেয়ারার ভিতরে পোকা হওয়ার আর কোন সুযোগই নেই 🌱🇧🇩
Автор: Hasan's Rooftop Garden
Загружено: 2023-06-22
Просмотров: 7637
Описание: বর্ষাকালে ( জুন- সেপ্টেম্বর) পেয়ারার ভিতরে পোকা হয় অনেক। পোকার কারনে পেয়ারা খাওয়া যায় না। ফ্রুট ফ্লাই নামক পোকা পেয়ারার গায়ে ডিম পাড়ে। সেই ডিম ফুটে বাচ্চা বের হয়ে ওই বাচ্চা পেয়ারার ভিতরে প্রবেশ করে ওইখানে ফলের ভিতরের অংশ খায় এবং মল ত্যাগ করে। ফলে পেয়ারার ভিতরে কাল হয়ে যায়।। বানিজ্যিক বাগানে পেয়ারা পলি বেধে দিতে হয় ১০০% অন্যথায় সব ফলে পোকা হবেই। ছাদবাগানেও ও পলি না না বাধার কারনে ২০২১ সালে আমার ৫ টি পেয়ারা গাছের প্রায় ৩০০ পেয়ারা পোকার কারনে নষ্ট হয়। কিন্ত আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০২২ সালে আমি ৩০০-৩৫০ পিস পেয়ারা খেতে পারি, যার মধ্যে একটাতেও পোকা এটাক করেনি সময় মত সঠিক পদ্ধতিতে পলি বাধার কারনে। এইবারও সেইম পলি বেধে দিয়েছি।।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: