ভুল ইংরেজি বলে ট্রলের শিকার শাকিব, যা বললেন ভাবনা । Shakib । Bhabna । Bijoy Entertainment
Автор: Bijoy Entertainment
Загружено: 2022-08-19
Просмотров: 3498
Описание:
দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রে কাটানোর পর দেশে ফিরেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। গত ১৭ আগস্ট দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। এসময় তাকে বরণ করে নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত ভক্ত।
বিমানবন্দরে নেমেই সাংবাদিকদের মুখোমুখি হন শাকিব খান। তাকে জিজ্ঞাসা করা হয় দেশে ফিরে কেমন লাগছে? জবাবে এই নায়ক বলেন, ‘আমি খুব এক্সাইটমেন্ট।’ এরপরই শুরু হয় সমালোচনা। শাকিব খানকে নিয়ে ট্রল করতে থাকেন নেটিজেনরা। এই ভুল ইংরেজি বলা মানতে পারছেন না শাকিবের ভক্তরাও। তাদের প্রশ্ন- এতদিন আমেরিকায় থেকেও ভুল ইংরেজি বলছেন শাকিব?
শাকিবের ভুল ইংরেজি নিয়ে যখন সরগরম নেটমাধ্যম, তখন এ নিয়ে মুখ খুলেছেন দেশের আরেক আলোচিত মডেল-অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ফেসবুক স্ট্যাটাসে এ অভিনেত্রী বলেন—‘শাকিব খানের ইংরেজি নিয়ে আপনারা যারা হাসছেন, কেন শাকিব খানকে একদম অসাধারণভাবে ইংরেজি বলতে পারতে হবে? একজন বিদেশি নাগরিক যখন ভাঙা ভাঙা বাংলা বলে তখন সেটা আপনাদের কাছে কিউট লাগে। আর শাকিব খান বা যেকোনো তারকা ভুল কিছু বললেই আপনারা তাকে নিয়ে ট্রল করেন। কেউ ভুলের ঊর্ধ্বে নয়।
ভাবনার এমন চিন্তাকে নেটিজেনদের কেউ কেউ সমর্থন জানিয়েছেন, আবার অনেকে ভাবনাকেও কটাক্ষ করে মন্তব্য করেছেন। তবে নেটিজেনদের একাংশের দাবি, শাকিবকে অসাধারন ভাবে ইংরেজি বলতে হবে না। তবে যে যেটা পারে না, সেটা শো অফের জন্য করলে ট্রলের শিকার তো হতেই হবে।
copyright © BIJOY ENTERTAINMENT Production-2022
সঙ্গে থাকুন বিজয় টিভির সাথে
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: