কফিলের ছেলের সান্ডা রহস্য 🦎বাংলাদেশে হঠাৎ ভাইরাল মরুভূমির সান্ডা 🇧🇩
Автор: X GROUP
Загружено: 2025-05-17
Просмотров: 19
Описание:
কফিলের ছেলের সান্ডা রহস্য 🦎বাংলাদেশে হঠাৎ ভাইরাল মরুভূমির সান্ডা 🇧🇩 #sanda #viral #trending #XGROUP
00:00:00 মরুভূমির প্রাণে সানডা নিয়ে তোলপাট চলছে বাংলাদেশে। ফেসবুক হয়ে গেছে কফিলের ছেলে আর সান্ডাময়। জনপ্রিয়তার বিচারে বর্তমানে দেশে পরিমনির চেয়ে সানডা বেশি জনপ্রিয়। সানডা নিয়ে এমন মাতামাতি চলতে থাকলে দেশী গুই সাপ বিপদে পড়তে পারে। অনেকে তখন সানডা মনে করে গুই সাপের বিরিয়ানি খাওয়া শুরু করবে। তবে কেকা ফেরদৌসি যাতে সানডা সম্পর্কে জানতে না পারে। সে ব্যাপারে থাকতে হবে সতর্ক। উনি হয়তো সানডা রেসিপি নিয়ে হাজির হবেন সামনের ঈদে। কেননা অতীতে তিনি মুরগির ভিতরে নুডুলস ঢুকিয়েছেন। এবার হয়তো সান্ডার ভেতরেই ঢোকাবেন।
00:00:35 যাদের চার বিয়ে করার শখ আছে কিন্তু শক্তি নাই তারা সান্ডার তেল ব্যবহার করতে পারেন। বিশেষ শক্তিবর্ধক এই তেলের জাদুতেই নাকি আরব শেখরা বিয়ে করে হালিপূর্ণ করেন। সানডা নিয়ে আলোচনা শুরুটা হয় ফেসবুকে ছড়িয়ে পড়া কিছু ভিডিওর মাধ্যমে। আরবের দেশগুলোতে বসবাসকারী বাংলাদেশীদের অনেকে সোশ্যাল মিডিয়ায় কফিলের জন্য সানডা ধরার ভিডিও দিচ্ছেন। কেউ শেয়ার করছেন ছবি। বিষয়গুলো নিয়ে হাসি ঠাট্টাও কম হচ্ছে না। অনেকে তো মিমও বানাচ্ছেন। আসলে সান্ডা হলো আগামী ডে পরিবারের টিকটিকিদের একটি গণ। অর্থাৎ এটি টিকটিকির মত একটি প্রাণী। এর আদি নিবাস, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে।
00:01:10 আরব উপদ্বীপের অভ্যন্তরীণ ও পূর্বাঞ্চলে বসবাসকারী কিছু বেদুইন জনগোষ্ঠী খাদ্য হিসেবে সান্ডা খেয়ে থাকে। একসময় এটি আরবীয় সুস্বাদু খাবার হিসেবে বিবেচিত ছিল। তবে লিপিবদ্ধ আছে যে যখন বেদুইনীরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটি দব অর্থাৎ সান্ডার কাছাকাছি একটি প্রাণী রান্না করে এনেছিল তখন তিনি এটি খাননি কিন্তু অন্যদের খেতেও নিষেধ করেননি তাই সাহাবী খালিদ বিন ওয়ালিদ এটি খেয়ে ফেলেছিলেন। এই কারণে ইসলামিক দৃষ্টিকোণ থেকে প্রাণীটি খেতে নিরুৎসাহিত করা হয়। অর্থাৎ এটি মাখরু ধরা হয়।
00:01:42 অধিকাংশ ইসলামী স্কলারদের মতে এটি হালাল। তবে হানাফী মাযহাবে এটি খাওয়া হারাম। ইহুদি ধর্মে সান্ডাকে ঐতিহ্যগতভাবে বাইবেলের তরজফ হিসেবে চিহ্নিত করা হয়। আটটি প্রাণীর মধ্যে এটি একটি যা খাওয়ার জন্য নিষিদ্ধ। বলা হয় এটি ধর্মীয় অপবিত্রতা প্রদান করে। তরফ শরীফে বলা হয়েছে পৃথিবীতে ঝাঁকে ঝাঁকে চলা প্রাণীদের মধ্যে তোমাদের জন্য এই জিনিসগুলি অসুচি হবে। উইজল, ইদুর সর্বপ্রকার ছান্ডা, টিকটিকি, গেকো, স্থলকমির, টিকটিকি, স্কিংক এবং গিরগিটি। সবার খাওয়ার রুচি না হলেও সানডা কিন্তু ভীষণ উপকারী একটি প্রাণী।
00:02:18 সান্ডার তেল একটি প্রাকৃতিক তেলের মিশ্রণ যা আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়। মূলত যৌন কর্মহীনতা সমস্যার সমাধানে এটি ব্যবহৃত হয়ে থাকে। বলা হয় এই তেল পুরুষদের মধ্যে ইরেক্টাইল, ডিসফাংশন এবং অন্যান্য যৌন সমস্যার সমাধানে সাহায্য করতে পারে। সানডা নামক প্রাণীটি কাটা লেস যুক্ত টিকটিকি। ইউরোমাস্টিক্স, মাস্টিগুড় বা সানডা টিকটিকি নামে পরিচিত। এদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো মোটা ও শক্তিশালী লেজ। যা কাটার মত খাস যুক্ত। আত্মরক্ষার জন্য লেজ ব্যবহার করে প্রাণীটি।
00:02:51 সান্ডা মূলত তৃণভোজি। তবে কখনো কখনো এরা পোকামাকর ও অন্যান্য ছোট প্রাণী বিশেষ করে ছোট আকারের টিকটিকি খেয়ে থাকে। জাগ্রত অবস্থায় এই প্রাণী বেশিরভাগ সময় ব্যয় করেন রোদপোহাতে। আর রাতের বেলা অথবা কোন বিপদের সময় আশ্রয় নেয় ভূগর্ভস্থ গর্ত বা কক্ষে। সাধারণত পাহাড়ি ও পাথরে অঞ্চলে বসবাস করতে পছন্দ করে সানডা। কারণ এটি নিরাপদ আশ্রয়স্থল এবং সহজলভ্য উদ্ভিদজাত খাদ্য পাওয়া যায়। বন্য পরিবেশে তারা সাধারণত আশেপাশে সহজলভ্য যেকোনো গাছপালা খেয়ে থাকে। ডিম থেকে সদ্য ফুটে ওঠা বাচ্চা সান্ডারা প্রথমে মায়ের মল খায়। এই কাজটি করে সঠিক অন্ত্র জীব বৈচিত্র গঠনের জন্য, যা উদ্ভিদ ভিত্তিক খাদ্য হজমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
00:03:22 বন্য পরিবেশে প্রাপ্ত বয়স্ক ছান্ডার মধ্যে বছরের নির্দিষ্ট সময়ে পোকামাকর খাওয়ার প্রবণতা দেখা দেয়। বিশেষ করে যখন গ্রীশবকালীন আবহাওয়া অত্যন্ত গরম হয় এবং গাছপালা ভিত্তিক খাদ্য কম সহজলভ্য থাকে। এই সময়টাতে বোকামাকরি তাদের একমাত্র বা প্রধান খাদ্য উৎস হিসেবে দাঁড়ায়।
#KofilSanda #ViralSanda #SandaEatingSaudiArabia #Sanda #SandaSaudiArabia #KofilerShanda #Kofile
#SandaEatingSaudiArabia #Sanda #SandaSaudiArabia #KofilerShanda #Kofile
#সান্ডা #কফিল #গুইসাপ #sanda #kafil #guishap #ষান্ডা #uromastyx #টিকটিকি #monitorlizard
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: