হযরত মুসা (আ.)'র মু'জিজার কাছে ফেরাউনের পরাজয়। মিশরের রাজা ছিলেন ফেরাউন। ও মূসা নবির আবির্ভাব হয়।
Автор: DARMO ROHSO
Загружено: 2025-08-06
Просмотров: 2653
Описание:
হযরত মুসা (আ.)'র মু'জিজার কাছে ফেরাউনের জাদুকরদের পরাজয়
#islamicvideo
#islamicstatus
#viral
#musa
#bayan
✍️
হযরত মুসা (আ.)'র মু'জিজার কাছে ফেরাউনের জাদুকরদের পরাজয়
মুসা (আ.)'র দেখানো দু'টি মু'জেজার প্রতিক্রিয়ায় ফেরাউন ও তার দরবারের লোকেরা জাদুকরদের জড়ো করার সিদ্ধান্ত নেয়। তারা জাদুর মাধ্যমে মুসা (আ.) ও তার ভাই হারুনকে অপদস্ত করে জনগণের ওপর তাদের প্রভাব কমানো বা বিলুপ্ত করা সম্ভব হবে বলে ভেবেছিল।
কিন্তু অবশেষে এখন থেকে তিন হাজার বছরেরও আগে চৌঠা জ্বিলহজ্ব তারিখের ঘটনায় মহান নবী ও বিশিষ্ট রাসূল হযরত মুসা (আ.) জাদুকরদের ওপর বিজয়ী হয়েছিলেন। এক প্রকাশ্য জনসভা ও উৎসবের আয়োজন করে দুর্ধর্ষ জালেম ফেরাউন সুদক্ষ জাদুকরদের মাধ্যমে মুসা নবীকে অপমানিত করতে চেয়েছিল এবং বিজয়ের ব্যাপারে সে নিশ্চিত ছিল।
মুসা (আ.) প্রথমে জাদুকরদের ও ফেরাউনকে আবারও একত্ববাদ মেনে নেয়ার এবং মূর্তি পূজা পরিহারের আহ্বান জানান। এক ও অদ্বিতীয় আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করা হলে তার যে মারাত্মক পরিণতি হবে সে সম্পর্কেও তিনি তাদের সতর্ক করে দেন। তাদের জাদু বা ভেল্কিবাজিকে তিনি আল্লাহর বিরুদ্ধে মিথ্যাচারের প্রচেষ্টা বলেও অভিহিত করেন।
ফেরাউন ১২ হাজার দক্ষ জাদুকর জড় করেছিল। তাদের মধ্যে প্রসিদ্ধ ৫ জাদুকরের নাম ছিল শামউন, সাদুর, গাদুর, খতাত ও মুসাফা। শামউন অন্য চারজনের গুরু ছিল। তারা মিশরে পৌঁছে শুনে যে হযরত মুসা (আ.) ঘুমানোর সময় তাঁর লাঠিটি অজগর হয়ে তাঁকে পাহারা দেয়। ফলে তারা সাহস হারিয়ে ফেলে। কারণ, জাদুকররা ঘুমিয়ে পড়ার পর তাদের জাদুর কার্যকারিতা থাকে না।
এ জাদুর প্রতিযোগিতা হয়েছিল মিশরের আলেক্সান্দ্রিয়া শহরে। সেখানে স্থানীয় অধিবাসীরা, ফিরাউনের সভাসদ ও সেনা-সামন্তরা উপস্থিত ছিল। ফেরাউন নিজে একটি মঞ্চে বসে এ দৃশ্য দেখছিল।
জাদুকররা হযরত মুসা নবীকে (আ.) অলৌকিক বিষয় প্রদর্শনের প্রতিযোগিতা তাঁর পক্ষ থেকে শুরু করার আহ্বান জানালে তিনি সবিনয়ে তাদেরকেই জাদুর কসরত আগে দেখাতে বলেন। তারা মাটিতে দণ্ড ও দড়ি রেখে সম্মোহনী জাদু-বিদ্যার প্রয়োগ শুরু করে, ফলে উপস্থিত জনতার মনে হল যে প্রাণহীন দণ্ড ও রশিগুলো হঠাৎ করে সাপের মত নড়েচড়ে এগিয়ে আসছে। তাপ ও আলোর প্রভাবেই এমনটি হতো। ফেরাউন ও তার সাঙ্গপাঙ্গদের মুখে এ সময় ছিল বিজয়ের হাসি।
এ অবস্থায় আল্লাহর নির্দেশে হযরত মুসা (আ.) তাঁর লাঠি নিক্ষেপ করলে সেটা এক বিশাল অজগরে পরিণত হয় এবং তা জাদুকরদের যাদুবিদ্যার সব কল-কাঠি গিলে ফেলে। ফলে পরিস্থিতি ও পরিবেশ পাল্টে যায়। অনেকেই ভয়ে বেহুঁশ হয়ে পড়ে। ফেরাউন ও তার সাঙ্গপাঙ্গরা এমন অপ্রত্যাশিত দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ে এবং ক্ষমতা হারানোর প্রমাদ গুণতে থাকে। আরো গুরুত্বপূর্ণ ঘটনা হলো
মূল্যবান জীবনের শিক্ষা
📿 আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ 🌙
এই ভিডিওতে আলোচনা করা হয়েছে: , যেমন — “নবিদের ও সাহাবিদের জিবনে “”, “শিক্ষা মূলক ঘটনা ইত্যাদি]।
🔴এই ভিডিওতে ব্যবহৃত ছবি ও ভিডিও সবই কল্পনা ও প্রতীকী রূপে দেখানো হয়েছে।
বাস্তব কোনো ঘটনা বা দৃশ্যের সাথে এর মিল থাকলে সেটি কেবলই কাকতালীয়।
ভিডিওটি শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক উদ্দেশ্যে তৈরি।
📌 এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে দয়া করে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
🔔 সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে:
👉 / @islamic786-v7y
⛔ কপিরাইট সতর্কতা:
এই ভিডিওটি কপিরাইটযুক্ত। অনুমতি ছাড়া পুনরায় আপলোড করা সম্পূর্ণ নিষিদ্ধ।
💬 মন্তব্য করতে ভুলবেন না, আপনার মতামত
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: