তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র সম্পূর্ণরূপে কার্টুনে । 0 th Law of Thermodynamics
Автор: Saurov Kumer
Загружено: 2021-07-01
Просмотров: 321
Описание:
My fb link : / saurov.kumer
তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র ( Zeroth Law of Thermodynamics) থেকে জানা যায়,যদি A ও B দুটি বস্তু হয় এবং এদের মধ্যস্থতাকারী একটি বস্তু C হয়, তাহলে A ও B সমতাপীয় অবস্থায় থাকলে A ও C এবং B ও C সমতাপীয় অবস্থায় থাকবে। সূত্রটিকে এভাবেও লেখা যায়: যদি দুটি বস্তু A ও B পৃথক পৃথকভাবে একটি তৃতীয় বস্তু C-এর সাথে তাপীয় সাম্যে থাকে, তবে A ও B একে অপরের সাথে তাপীয় সাম্যে থাকবে। একে শূন্যতম সূত্র বলার কারণ হলো, এটি তাপগতিবিদ্যার প্রথম দুটি সূত্রের পরে আবিষ্কৃত হয়েছিলো; কিন্তু বিষয়বস্তু এবং বৈশিষ্ট্যের দিক থেকে এটা ওই দুই সূত্রের চেয়ে মৌলিক ছিলো। এই সূত্রটিকে ওই দুই সূত্রের ভিত্তি বলে মনে করা হয়। এ সূত্রটিই আমাদেরকে তাপ ও তাপমাত্রার ধারণা দেয়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: