দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন!
Автор: Sonarpur Update
Загружено: 2025-11-04
Просмотров: 18
Описание:
দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে ফের রাজনৈতিক তরজা!
তৃণমূল কাউন্সিলর নিজের নাম ২০০২ সালের ভোটার তালিকায় না পেয়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপির বিরুদ্ধে,
আর তার জবাবে বাম ও বিজেপি একসাথে তুলে ধরল সেই পুরনো তালিকাই—
যেখানে স্পষ্টভাবে রয়েছে সেই কাউন্সিলরের নাম!
বারুইপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস ভদ্র অভিযোগ করেছিলেন,
বিজেপি চক্রান্ত করে তাঁর নাম মুছে দিয়েছে ভোটার তালিকা থেকে।
এই অভিযোগ ঘিরেই শুরু হয় রাজনৈতিক শোরগোল।
কিন্তু রাত পোহাতেই বাম এবং বিজেপির হাতে এসে যায় সেই ২০০২ সালের ভোটার লিস্ট—
যেখানে তাপস ভদ্রের নাম জ্বলজ্বল করছে।
বিজেপি নেতা গৌতম চক্রবর্তী কটাক্ষ করে বলেন—
“কাউন্সিলর সাহেব হয়তো ভোটার লিস্ট দেখতে শেখেননি!”
তাঁর দাবি, তৃণমূল ইচ্ছে করেই মিথ্যা প্রচার চালিয়ে ভোটের আগে বিভ্রান্তি ছড়াতে চাইছে।
বাম নেতা লায়েক আলিও একহাত নিয়েছেন তৃণমূলকে।
তাঁর বক্তব্য—“বিজেপি আর তৃণমূল দু’পক্ষই মানুষের মনে আতঙ্ক তৈরি করছে।”
এদিকে পাল্টা সুরে তৃণমূল।
বারুইপুর পৌরসভার উপ পৌরপ্রধান গৌতম দাস বলেন—
“বিজেপি জাদুর কাঠি ঘুরিয়ে নাম খুঁজে পেলেও, ষড়যন্ত্র করে ভোটে জিততে পারবে না।”
একটি নাম ঘিরে এমন রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়ি—
ভোটের আগে বারুইপুরের রাজনীতিতে এখন তুঙ্গে উত্তেজনা।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: