সূরা ইখলাস| Surha ikhlas|
Автор: Alamin Vlog
Загружено: 2025-11-25
Просмотров: 2532
Описание:
সূরা ইখলাস| Surha ikhlas| #trending #quran #foryou #hadisbangla #surah #nature #islamicrecitation
📌 সূরা ইখলাসের আয়াত অনুযায়ী ব্যাখ্যা
1️⃣ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
“বলুন: তিনি আল্লাহ, এক।”
আল্লাহ তাআলা একমাত্র উপাস্য
তাঁর কোনো শরিক নেই
তাঁর ইবাদত ও দ্বীনের কোনো অংশ কারো সাথে ভাগ করা যায় না
2️⃣ اللَّهُ الصَّمَدُ
“আল্লাহ সব কিছুর অভাব পূরণকারী, সকলের ভরসা।”
আল্লাহ কারো কাছে নির্ভরশীল নন
সব সৃষ্টি তাঁর উপর নির্ভরশীল
তিনি চিরস্থায়ী, পরিপূর্ণ
3️⃣ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
“তিনি কাউকে জন্ম দেননি এবং জন্মগ্রহণও করেননি।”
আল্লাহ কারো পিতা-মাতা বা সন্তান নন
তাঁর কোনো বংশ বা পরিবার নেই
জন্মের সাথে যে দুর্বলতা থাকে, আল্লাহ তাতে মুক্ত
4️⃣ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
“এবং তাঁর সমতুল্য কেউ নেই।”
আল্লাহর মতো কেউ নেই
তাঁর গুণ, শক্তি, ক্ষমতা তুলনাহীন
সৃষ্টির কোনো কিছুর সাথে আল্লাহকে তুলনা করা যায় না
✨ সূরা ইখলাসের গুরুত্ব
হাদীসে এসেছে—
এ সূরা কুরআনের এক-তৃতীয়াংশ সমান সওয়াব রাখে
একে বেশি বেশি পড়লে আল্লাহর ভালোবাসা অর্জিত হয়
এ সূরাটি নামাজে পড়া, সকাল-সন্ধ্যা পড়া—বিশেষ ফজিলতপূর্ণ।
সংক্ষিপ্তভাবে—
সূরা ইখলাস = তাওহীদের ঘোষণা
আল্লাহ এক, অনন্য, স্বয়ংসম্পূর্ণ, জন্মদাতা বা জন্মগ্রহণকারী নন এবং তাঁর সমপর্যায়ের কেউ নেই।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: