চুল সিল্কি ও সুন্দর রাখতে চুল ধোয়ার আগে ও পরে অবশ্যই করবেন এই ৫ টি কাজ !!!
Автор: Reporter Jobbar
Загружено: 2017-05-13
Просмотров: 83556
Описание:
সুস্থ ও সুন্দর চুল কে না চায় বলুন। সুস্থ সুন্দর ও ঝলমলে চুলের জন্য নানা ধরণের কেমিক্যাল যুক্ত হেয়ার প্রোডাক্ট থেকে শুরু করে ঘরে তৈরি হারবাল প্যাকও লাগিয়ে থাকেন অনেকে।
কিন্তু এতো সব কাজ বৃথা হয়ে যায় যখন সাধারণ কিছু নিয়মে সমস্যা হয়। চুল ধোয়ার আগে ও পরে বিশেষ কিছু কাজ করে নেয়া উচিত। জেনে নিন-১) অবশ্যই চুলে তেল দিন –
চুল ধোয়ার আগে অবশ্যই কিছু প্রস্তুতির ব্যাপার রয়েছে। আর তা হচ্ছে চুলে তেল লাগানো। চুল ধোয়ার অন্তত ১ ঘণ্টা আগে চুলে ভালো করে তেল Oil দিয়ে ম্যাসাজ করে নেয়া উচিত। এতে চুল পুষ্টি পায়। প্রয়োজনে ২/৩ ধরণের তেল একসাথে মিশিয়ে ব্যবহার করা উচিত।
২) ঠাণ্ডা পানি ব্যবহার করুন –
চুল ধুতে হবে ঠাণ্ডা পানি দিয়ে। স্কিন এক্সপার্ট হুমায়রা আফসারি প্রিয়.কমকে জানান, ‘গরম পানি বা কুসুম গরম পানি দিয়ে চুল ধোয়া washing hair একেবারেই উচিত নয়। কারণ এতে চুল এবং মাথার ত্বক থেকে প্রাকৃতিক তেল দূর হয়ে যায়, যার ফলে চুলের রুক্ষতা ও শুষ্কতা বাড়তে থাকে’।
৩) সরাসরি শ্যাম্পু নয় –
শ্যাম্পু সরাসরি ব্যবহার করা একেবারেই উচিত নয়। শ্যাম্পু একটু পানিতে গুলে নিয়ে তা দিয়ে শ্যাম্পু করে নেয়া উচিত চুল। এতে কেমিক্যালের ক্ষতিটা একটু কম হয়। চুলের hair উপর খারাপ প্রভাব একটু কম পড়ে থাকে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: