সঠিক আক্বীদাহ্ ছাড়া দ্বীনের দাওয়াত হল ফলশূন্য দাওয়াত।🎙️শাইখ সালেহ আল ফাউজান حفظه الله
Автор: Salafi Dawhat
Загружено: 2024-10-09
Просмотров: 46
Описание:
🎙️-শায়খ আব্দুল আজিজ বিন নাজ رحمه الله বলেছেন,-আক্বিদাহ যদি সঠিক না হয়, তাহলে সমস্ত কথা ও কাজ বাতিল।
(ফতোয়া ইবনে বাজঃ ১/১৩, আল-ইফতা।)
🎙️-শাইখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ বলেন,মানহাজ ছুহীহ হলে ব্যক্তি জান্নাতী হবে; ব্যক্তি যদি রসূলুল্লাহ (ﷺ) ও সালফে ছুলিহীনের মানহাজের উপর থাকে তাহলে ইনশাআল্লাহ জান্নাতী হবে। আর যদি ভ্রষ্টদের মানহাজের উপর থাকে তাহলে জাহান্নামের অঙ্গীকার প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং মানহাজ ছুহীহ হওয়া না না হওয়ার উপর জান্নাত-জাহান্নাম নির্ভর করে।”
[মানহাজ, পৃ:১২০-১২১]
🎙️-শাইখ রাবী বিন হাদী আল-মাদখালী (حفظه الله)বলেন,"আমরা আবেগের সঙ্গে চলি না, আমরা দলিল এবং প্রমাণের সঙ্গে চলি।"[المجموع 181 /15]
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: