Honours 1st Year Political Science Suggestion 2025 | লোকপ্রশাসন পরিচিতি | খ ও গ বিভাগ উত্তরসহ PDF
Автор: Rocket Zone
Загружено: 2025-09-05
Просмотров: 475
Описание:
Honours 1st Year লোকপ্রশাসন পরিচিতি ফাইনাল সাজেশন ২০২৫ | 100% কমন উত্তরসহ
আসসালামু আলাইকুম, প্রিয় শিক্ষার্থীরা! রকেট জোন (Rocket Zone) চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা নিয়ে চিন্তিত? ভালো ফলাফলের জন্য একটি নির্ভরযোগ্য সোর্স খুঁজছো? তোমাদের সকল দুশ্চিন্তার অবসান ঘটাতে আমরা নিয়ে এসেছি অনার্স প্রথম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৫। আজকের ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ‘লোকপ্রশাসন পরিচিতি’-র একটি পূর্ণাঙ্গ সমাধান পাবে।
তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করতে আমাদের এই বিশেষ আয়োজন। আমরা জানি, অনেকেই ভালো একটি গাইডলাইন বা लोकप्रशासन পরিচিতি হ্যান্ডনোট খুঁজে থাকো, বিশেষ করে যাদের কাছে নতুন বই নেই বা প্রস্তুতি অসম্পূর্ণ। আমাদের এই চূড়ান্ত সাজেশনটি তোমাদের সম্পূর্ণ সিলেবাস কভার করতে সাহায্য করবে। এটি শুধু একটি সাজেশন নয়, বরং তোমাদের সফলতার একটি পূর্ণাঙ্গ প্যাকেজ। আমাদের এই honours 1st year political science suggestion 2025 অনুসরণ করলে আশা করি তোমরা পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জন করতে পারবে।
এই সাজেশন প্যাকেজে তোমরা যা যা পাচ্ছো:
পূর্ণাঙ্গ সমাধান: এখানে লোকপ্রশাসন পরিচিতি খ ও গ বিভাগের উত্তর বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। প্রতিটি প্রশ্নের উত্তর সহজ ও প্রাঞ্জল ভাষায় লেখা হয়েছে, যা তোমাদের বুঝতে এবং মনে রাখতে সুবিধা করবে।
খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পরিকল্পনা বলতে কি বুঝ?
২। পদসোপান নীতি বলতে কী বোঝ?
৩। সম্মোহনী নেতৃত্বের গুণাবলি বর্ণনা কর।
৪। লোক প্রশাসনের সংজ্ঞা দাও।
৫। কেন্দ্রীকরণের সুবিধাসমূহ বর্ণনা কর।
৬। তুলনামূলক প্রশাসন বলতে কি বুঝ?
গ বিভাগ
১। স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মধ্যে পার্থক্য বর্ণনা কর।
২। লোক প্রশাসন অধ্যয়নের পদ্ধতিসমূহ আলোচনা কর।
৩। সংগঠনের আধুনিক তত্ত্ব আলোচনা কর।
৪। "কর্মবিভাগ যদি অপরিহার্য হয়, তবে সমন্বয় অনিবার্য"? ব্যাখ্যা কর।
৫। বাংলাদেশের প্রশাসন কি উন্নয়ন প্রশাসন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৬। জেলা প্রশাসনের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যাবলি বর্ণনা কর।
১০০% কমন নিশ্চয়তা: বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ এবং অভিজ্ঞতার আলোকে আমাদের এই অনার্স রাষ্ট্রবিজ্ঞান ১ম বর্ষ ফাইনাল সাজেশন তৈরি করা হয়েছে। এখান থেকে তোমাদের প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা প্রায় শতভাগ।
সহজলভ্য PDF: তোমরা খুব সহজেই এই সাজেশনের লোকপ্রশাসন পরিচিতি বই pdf ফাইলটি সংগ্রহ করতে পারবে। কীভাবে সংগ্রহ করবে, তা ভিডিওতে বিস্তারিত বলা আছে।
বিশেষজ্ঞদের দ্বারা তৈরি: আমাদের National University suggestion গুলো অভিজ্ঞ শিক্ষক এবং টপার শিক্ষার্থীদের সমন্বয়ে তৈরি করা হয়, তাই এর গুণমান নিয়ে কোনো সংশয় নেই।
‘রকেট জোন’ শুধু একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের চ্যানেলের মূল লক্ষ্য হলো জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অনার্স, ডিগ্রি ও মাস্টার্সের সকল শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা উপকরণ সরবরাহ করা। বর্তমানে আমাদের চ্যানেলে ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি আবশ্যিক কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে করানো হচ্ছে, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আমাদের অটো-ফরম্যাট এবং শর্টকাট টেকনিক ব্যবহার করে শিক্ষার্থীরা খুব সহজেই রাইটিং এবং গ্রামার অংশে ভালো নম্বর তুলতে পারছে।
খুব শীঘ্রই আমাদের চ্যানেলে অনার্স প্রথম বর্ষের অন্যান্য ডিপার্টমেন্ট যেমন— সমাজবিজ্ঞান, ইতিহাস, দর্শন, সমাজকর্ম এবং political science department 1st year এর অন্যান্য বিষয়ের সাজেশন আপলোড করা হবে। তোমাদের অনার্স পরীক্ষার প্রস্তুতি হোক শঙ্কামুক্ত ও আনন্দময়, এটাই আমাদের কামনা। আমাদের লক্ষ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর জন্য পড়াশোনাকে সহজ করে তোলা এবং সঠিক জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশ্ন সমাধান প্রদান করা।
সাজেশনটি পেতে এবং আমাদের সাথে যুক্ত থাকতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না, যাতে তারাও উপকৃত হতে পারে। তোমাদের একটি লাইক ও কমেন্ট আমাদের আরও ভালো কাজ করতে উৎসাহিত করে।
ধন্যবাদ।
"রকেট জোন স্পেশাল সাজেশন
আপনার পরীক্ষার সফলতার সঙ্গী!"
#Honours1stYear #PoliticalScience #Suggestion2025 #NationalUniversity #NU
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: