রাজ্যের সঙ্গে সংঘাতে 'নির্যাতন' কমিশন! ঝামা ঘষে দেবেন মমতা!
Автор: Breaking বাংলা
Загружено: 2026-01-28
Просмотров: 5024
Описание:
প্রায় দেড় কোটি মানুষকে এসআইআরের শুনানিতে ডাকা হবে। ইতিমধ্যে ৩৪ লক্ষকে ডাকা হয়েছে। বাকি আরও এক কোটি ১৩ লক্ষ মানুষকে শুনানিতে ডাকবে কমিশন। কিন্তু অল্প সময়ের মধ্যে সেই শুনানি শেষ হবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয়ে রয়েছে কমিশন। তাই প্রতিটি ভোটারের জন্য মাত্র ২ মিনিট সময় দেওয়া হবে। দু মিনিটে শুনানিতে যাওয়া ভোটারকে তাঁর নাগরিকত্ব প্রমাণ করতে হবে। এই নিয়ে অনেকেই আশঙ্কায় রয়েছেন। এত অল্প সময়ের মধ্যে সবকিছু ঠিকঠাক হবে কিনা। যদি ভুল হয় তাহলে তার নাম বাদ পড়বে কিনা। কিন্তু কমিশন যে জায়গায় পৌঁছে গেছে, তাতে তার আর পিছনে তাকানোর জায়গা নেই। ফলে ভোগান্তি হবে ভোটারদের। এর সঙ্গে কমিশন আবার নতুন করে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছে। অন্য রাজ্যের ভোটে পর্যবেক্ষক করার জন্য রাজ্য থেকে ১৫ জন আইএএস এবং ১০ জন আইপিএস অফিসারকে চেয়েছে কমিশন। এই বিষয়ে রাজ্যকে চিঠি দিলেও রাজ্য সাড়া দেয়নি বলেই দাবি কমিশনের। তাই নিজেরাই রাজ্যের কাছে চিঠি পাঠিয়ে এই আইপিএস, আইএএস অফিসারদের ছেড়ে দিতে বলেছে। তা না হলে ওই আইএএস, আইপিএস অফিসারদের শাস্তির মুখে পড়তে হবে বলে দাবি কমিশনের। রাজ্য প্রশাসন সূত্র যেটা খবর, সাধারণত লোকসভা এবং এবং অন্য রাজ্যে বিধানসভা ভোট হলে তখন রাজ্য থেকে আইএএস, আইপিএস অফিসাররা যান পর্যবেক্ষক হয়ে। কিন্তু নিজের রাজ্যে ভোট হলে তাঁদের ছাড়া হয় না। এবার জ্ঞানেশ কুমার সেই রীতি ভেঙ্গে যে রাজ্যে ভোট রয়েছে, তাদের থেকেই পর্যবেক্ষক চেয়েছে। তাই রাজ্য পর্যবেক্ষক পাঠাবে না। চিঠি দিয়ে জানানো হবে যে রীতি ভাঙলেও রাজ্য সেটা মানছে না। তাই অনেকেই বলছেন যে, পর্যবেক্ষক না পাঠালেও জ্ঞানেশ কুমার কিছু করতে পারবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মুখে আরেকবার ঝামা ঘষে দেবেন।
#breakingbangla #mamatabanerjee #suvenduadhikary #gyaneshkumar #sir #electioncommissionofindia #bjp #tmc #bengalipoliticalnews #bengalinews #bengalitrendingnews #bengalibreakingnews
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: