দেশি মুরগির বাচ্চা ব্রুডিং সেটাপ - আমি যেভাবে করি | Chicken Breeder CTG
Автор: Chicken Breeder CTG - দেশি মুরগি ব্রিডার চট্টগ্রাম
Загружено: 2023-08-24
Просмотров: 200
Описание:
ব্রুডিং খুব গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে যেকোনো মুরগির বাচ্চা পালনের ক্ষেত্রে এবং মুরগির বাচ্ছার ব্রুডিং ঠিকমত করতে পারলে মৃত্যুহার অনেকাংশে কমে যায়।
আমি বিগত কয়েকবছর ধরে দেশি মুরগি পালন করছি এবং ডিম থেকে বাচ্চা ফুটানোর কাজে জড়িত। কিন্তু শুরুর দিকে বাচ্ছার ব্রুডিং ঠিকমত করতে না পারার কারণে অনেক বাচ্চা মারা যায়। অনলাইন মিডিয়া থেকে বিভিন্ন ধরনের প্রতিবেদন দেখে অনেকভাবে চেষ্টা করা হয়। কিন্তু প্রতিবারই কিছু না কিছু ভুলের কারণে মাশুল দিতে হয়েছে।
কিন্তু হাল ছেড়ে দেয় নি। সময়, ধৈর্য্য এবং চেষ্টার বিনিময়ে আমি ধীরে ধীরে সফল হতে শুরু করি। ফলশ্রুতিতে এখন আমার দেশি মুরগির বাচ্ছার ব্রুডিং এ মৃত্যুহার শূন্যের কোঠায় নেমে এসেছে।
পিউর দেশি মুরগির বাচ্চা ব্রুডিং এ আমি যে উপকরণগুলো ব্যবহার করি তা হলোঃ
১) Thermocol Box বা ককশিটের বক্স
২) Aluminum Insulation Foam বা অ্যালুমিনিয়াম ইনসুলেশন ফোম
৩) Mosquito Net বা মশারি
৪) ধানের তুষ
#chickenbaby #chickbrooding #brooding, #ব্রুডিং #মুরগিরবাচ্ছাব্রুডিং #chickenbreederctg
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: