Limestone Factory in Bangladesh |বাংলাদেশের সবচেয়ে বড় চুনাপাথরের খনি |Hello Afia Vlogs|
Автор: Hello Afia Vlogs
Загружено: 2021-11-27
Просмотров: 539
Описание:
Limestone Factory in Bangladesh |বাংলাদেশের সবচেয়ে বড় চুনাপাথরের খনি |Hello Afia Vlogs|
বাংলাদেশের সর্ববৃহৎ চুনাপাথরের খনি । মহামূল্যবান এ চুনাপাথর উত্তোলন করতে পারলে বাংলাদেশে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ও একটি ধনী রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করবে। চুনাপাথর এক ধরনের পাললিক শিলা। যা রাসায়নিক নাম কেলসিয়াম কার্বনেট। চুনাপাথর হল একটি অধাতব খনিজ পদার্থ।
চুনাপাথর প্রধানত চুন তৈরি করতে ব্যবহৃত হয়। সিমেন্টের মূল উপাদান হচ্ছে এই চুনাপাথর। নির্মাণ রাসায়নিক ও কাচ শিল্পের চুনাপাথর ব্যাপক ভাবে ব্যবহার করা হয়। ধাতু নিষ্কাশনে এবং চিনি শিল্পেও চুনাপাথর ব্যবহার করা হয়।
চুনাপাথর পোড়ানোর পর তৈরি হয় ক্লিংকার। যা সিমেন্ট কারখানার কাঁচামাল হিসেবে ব্যবহার হচ্ছে। দেশে চুনাপাথর ও ক্লিংকার দুটোই আমদানি করা হয়।
প্রতিবছর বাংলাদেশের 240 লাখ টন ক্লিংকার আমদানি করা হয়। এতে বছরে প্রায় 7 হাজার 680 কোটি টাকা ব্যয় হয়।
বর্তমানে ভিয়েতনাম, থাইল্যান্ড, চীন, কোরিয়া, জাপান, ইরান ও ওমান থেকে ক্লিংকার আমদানি করা হচ্ছে।
বাংলাদেশের সর্ব প্রথম ভূগর্ভস্থ চুনাপাথরের সঞ্চয় আবিষ্কৃত হয় ১৯৫৯ সালে। আমেরিকায় স্টান্ডার্ড ভ্যাকুয়াম অয়েল কোম্পানি বগুড়া জেলার কুমাতে চুনাপাথর সন্ধান পায়। ১৯৬৫ সালে এখানে চুনাপাথর উৎপাদন শুরু হয়। এ সময়ে পাক-ভারত যুদ্ধের কারণে ছাতকের অবস্থিত ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে সরবরাহের জন্য ভারতের মেঘালয় রাজ্য থেকে চুনাপাথর আমদানি বন্ধ হলে তৎকালীন পূর্ব পাকিস্তান শিল্প উন্নয়ন কর্পোরেশন ট্যাকেরঘাটের চুনাপাথর খনি থেকে চুনা পাথর উত্তোলন করে ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে সরবরাহ করে।
সর্বশেষ ২০১৬ সালের নওগাঁ জেলার বদলগাছী উপজেলা বিলাশবাড়ী ইউনিয়ন তাজপুর মৌজায় আবিষ্কৃত হয় বিসাল চুনাপাথরের খনি। এটি বাংলাদেশের সর্ববৃহৎ চুনাপাথরের খনি।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: