তোমারই জন্য মন কাঁদে | Tomari Jonno Mon Kade | Tarek Monowar | Bangla Islamic Song
Автор: Spondon Audio Visual Centre
Загружено: 2021-02-10
Просмотров: 117879
Описание:
চমৎকার একটি ইসলামী গান
গান: তোমারই জন্য মন কাঁদে
কথা, সুর ও শিল্পী: তারিক মুনাওয়ার
লেবেল: স্পন্দন অডিও ভিজ্যুয়াল সেন্টার
........................................................................
Song: Tomari Jonno Mon Kade
Lyrics,Tune & Singer: Tarik Monowar
Label: Spondon Audio Visual Centre
-------------------------------------
******* লিরিক্স *******
প্রেমের ফল্গুধারা
তোমারই জন্য মাতোয়ারা।
আমি হতে পারি সবই হারা,
যদি তোমার প্রেমের শুধু পাইগো সাড়া।
হে রাসূল-
তোমারই জন্য মন কাঁদে,
আঁখি কাঁদে, ভুবন কাঁদে;
শুধু বেদনা হৃদয়ে এসে বাসা বাঁধে। (ঐ)
সাহারা সম তৃষা এই বুকেতে,
দহনে পুড়ে মরি হাজার দুখেতে।
শুধু তুমি নাই-
আমি কাঁদি, আঁখি কাঁদে, ভুবন কাঁদে। (ঐ)
প্রিয়জন হারা মন প্রশান্তি নেই
বিরহ ব্যথার দুঃখ-জ্বালা,
তোমার প্রেমের পরশ দিয়ে-
হৃদয় করো গো নূরে উজালা।
স্বপনে হলেও এসো একবার,
ধ্যানে ভরো বিরহ নদীর চারিধার।
শুধু তোমার পথ চেয়ে-
আমি কাঁদি, আঁখি কাঁদে, ভুবন কাঁদে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: