জাহান্নামের আগুনে প্রথম যে তিন শ্রেণির মানুষ নিক্ষিপ্ত হবে . Bijoy TV
Автор: BIJOY TV
Загружено: 2025-12-01
Просмотров: 4922
Описание:
কিয়ামতের দিন সমগ্র মানবজাতি আল্লাহর সামনে দাঁড়াবে। সেদিন প্রতিটি মানুষের আমল যাচাই হবে নিখুঁত ন্যায়বিচারের সঙ্গে। তবে বিচার শুরু হবে এমন তিন ধরনের মানুষদের দিয়ে, যাদের আমল পৃথিবীতে অত্যন্ত সম্মানজনক বলে বিবেচিত ছিল। অথচ নিয়তের ভুলের কারণে তারা হবে প্রথম ধ্বংসপ্রাপ্তদের তালিকায়।
আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, কেয়ামতের দিন যাদের বিরুদ্ধে ফয়সালা হবে তাদের মধ্যে সর্বপ্রথম সেই ব্যক্তি থাকবে যে শহীদ হয়েছে। আল্লাহ তখন তাকে দেয়া নেয়ামতগুলো বর্ণনা করে জিজ্ঞেস করবেন এ নেয়ামতগুলো দিয়ে তুমি কি করেছ? লোকটি উত্তর দিবে, আল্লাহ আমি আপনার রাস্তায় যুদ্ধ করেছি যতক্ষন না আমি শহীদ হয়েছি।
তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি যুদ্ধ করেছিলে ঠিকই কিন্তু আমার সন্তুষ্টির জন্য না, বরং এই জন্য যেন মানুষ তোমাকে বীর পুরুষ ভাবে। তুমি সেটি দুনিয়ায় পেয়ে গেছো। তাই এখন তোমার জন্য আর কিছু অবশিষ্ট নেই। এরপর তাকে তার মুখের উপর দিয়ে টেনে নিয়ে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে।
এরপর একজন দানবীরকে উপস্থিত করে করা হবে। তাকে দেয়া সম্পদ দেখিয়ে আল্লাহ বলবেন, ‘এসব নেয়ামতের পরিপ্রেক্ষিতে তুমি কী করেছো?’ সে উত্তর দেবে, ‘আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে এ সম্পদগুলো আপনার পথে ব্যয় করেছি।’
তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছো। তুমি দান করেছো যাতে লোকে তোমাকে দানবীর বলে। তুমি সেটি দুনিয়ায় পেয়ে গেছো। সে কারণে এখানে তোমার কোনো প্রাপ্য নেই। এরপর তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে।
এরপর নিয়ে আসা হবে একজন আলেমকে। যার ধর্মীয় জ্ঞান ছিলো, যা তিনি মানুষকে শিখাতেন এবং কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ তখন তাকে দেয়া নেয়ামতগুলো বর্ণনা করে জিজ্ঞেস করবেন এ নেয়ামতগুলো দিয়ে তুমি কি করেছ? তখন সে উত্তর দিবে, আল্লাহ আমি ধর্মীয় জ্ঞান চর্চা করেছি, মানুষকে তা শিখিয়েছি এবং আপনার জন্য কোরআন তেলাওয়াত করেছি।
তার কথা শুনে আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি ধর্মীয় জ্ঞান চর্চা করেছো, লোককে তা শিখিয়েছ এবং কোরআন তিলাওয়াত করেছ ঠিকই কিন্তু তা আমার জন্য নয় বরং এজন্য করেছ যেন লোকে তোমাকে একজন বিজ্ঞ ও বড় আলেম ভাবে। এরপর তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে।
ইসলামি বিশেষজ্ঞদের মতে, এসব হাদিস দেখানো বা রিয়ার ভয়াবহতা প্রকাশ করে। কোরআনের ভাষায়, ইবাদতের মূল শর্ত হলো একান্তভাবে আল্লাহকে সন্তুষ্ট করা। জিহাদ, ইলম, কোরআন তিলাওয়াত কিংবা দান, কোনো আমলই কাজে আসবে না যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়।
copyright © A BIJOY TV Production-2025
সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Youtube: / bijoytvofficial
⨳𝗛𝗮𝘀𝗵𝘁𝗮𝗴𝘀⨳
#bijoytv #news #নিউজ #বিজয় #বিজয়_টিভি #bijoytvnews #banglanews #newsbangla #bdnews #newsbd
⨳𝗞𝗲𝘆𝘄𝗼𝗿𝗱𝘀⨳
latest bangladeshi news | বিজয়_টিভি | Bijoy TV | Bijoy TV news | আজকের খবর | Bijoy | bangla songbad | বাংলা সংবাদ | news | news today | খবর | নিউজ | Bangla News | Bangladeshi television | Live News | Live TV
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: