অপরকে নিজের প্রতি আকৃষ্ট করার ৭টি টিপস | Best Bangla motivational speech
Автор: Motivational Speech
Загружено: 2022-02-20
Просмотров: 189
Описание:
অপরকে নিজের প্রতি আকৃষ্ট করার ৭টি টিপস Best Bangla motivational speech
#motivationalspeech #motivationalvideo
অপরকে নিজের প্রতি আকৃষ্ট করার ৭টি টিপস
সকলেই কম বেশি চায় যে অপর সকলেই তার প্রতি আকৃষ্ট হোক , তার কথা শুনুক তার প্রশংসা করুক। কিন্তু চাইলেই তো হয় না।
সঠিক মনস্তত্ব ও আচরণগত জ্ঞান না থাকার ফলে অনেক সময় ঘটে যায় ঠিক তার উল্টো । অর্থাৎ অন্যেরা আকৃষ্ট হবার বদলে হয়ে যায় বীতশ্রদ্ধ ।
তাহলে বন্ধুরা এসো জেনে নিই সাতটি টিপস যার দ্বারা আমরা সত্যি সত্যিই অপরের হৃদয়ে স্থান করে নিতে পারবো।
১) কথা মন দিয়ে শোনো :-
প্রত্যেকেই চায় তার কথা কেউ মন দিয়ে শুনুক।
এই সাইকোলোজিটি যদি তোমার জানা থাকে , তবে তুমি যে কারো ভরসার মানুষ ও প্রিয়জন হয়ে উঠতে পারো। কেউ কথা বললে তার বক্তব্য বিষয়ের প্রতি আগ্রহ দেখাতে হবে।
সেও মনের কথা বলতে পেরে তোমার ওপর ভরসা রাখতে শুরু করবে।
মানুষ ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা শুরুর আগে শুধু কথা বলেই অনেকটা সুস্থ হয়ে যায় – কারণ ডাক্তার নিজের পছন্দের বিষয় বলতে থাকেন না , রোগীর কথা সব শোনেন ।
তুমিও হয়ে ওঠো আগ্রহী শ্রোতা – আর দেখো ম্যাজিক কী হয় ।
২) সহমত পোষণ করো :-
কারো কথা শোনার সময় দেখবে তার বক্তব্যের সঙ্গে সঙ্গে সে কিছু যুক্তি খাড়া করছে । তোমার মনে হতেই পারে যে, সেই যুক্তিগুলো সঠিক নয়।
কিন্তু তুমি যদি তাকে থামিয়ে দিয়ে বিরুদ্ধ মত পোষণ করো তবে প্রথমেই তার বিরাগভাজন হয়ে উঠবে। যদি তুমি তার যুক্তিটা মেনে নিয়ে পরে বুঝিয়ে দাও কোথায় যুক্তিতে ভুল আছে,
তাহলে সেও তোমার মতকেই সমর্থন করবে।
তোমার মত অন্যদের ওপর চাপিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই তুমি শুধু তার মতামত নিয়েই কথা বলবে, সে তোমার প্রতি আকৃষ্ট হবেই হবে।
৩) আগ্রহের বিষয়ে কথা বলো :-
দেখবে একজন দোকানদার ক্রেতার আগ্রহকে বোঝার চেষ্টা করে এবং সেই অনুযায়ী জিনিস ক্রেতাকে দেখায়।
তেমনটি বক্তার আগ্রহের বিষয় নিয়ে যদি কথা বলো দেখবে সে অনর্গল কথা বলতে থাকবে তার পছন্দের বিষয়ে । তার ভালোলাগা বিষয়ে কথা বলতে পেরে ধীরে ধীরে সেও তোমার প্রতি আকৃষ্ট হতে থাকবে ।
৪) প্রশংসা করো :-
প্রত্যেকটি মানুষের কিছু ভালো দিক আর কিছু মন্দ দিক থাকে। তুমি সামনের মানুষটির ভালো দিক এর প্রশংসা করো। জেনে রাখো প্রতিটি মানুষ -ই নিজের প্রশংসা শুনতে ভালোবাসে।
তবে মনে রাখতে হবে প্রশংসা করতে গিয়ে মিথ্যে বলে তাকে তাচ্ছিল্য করা যাবে না।
অপরের কোনো বিষয় তোমার অপছন্দ হতেই পারে। সে ক্ষেত্রে সেটা খুব জরুরি হলে বুঝিয়ে বলতে হবে যে , বিষয়টি ব্যক্তিগতভাবে তোমার পছন্দ নয় কিন্তু তার ক্ষেত্রে সেটা কৃতিত্বের বিষয়।
দেখবে প্রশংসা শুনে সে তোমার প্রতি আগ্রহী হবেই।
৫) জানা বিষয় থেকে পরামর্শ নাও :-
বাঙালি চরিত্রের একটা বড় বৈশিষ্ট্য হল অযাচিত পরামর্শ দেয়া। তুমি আগ বাড়িয়ে পরামর্শ না দিয়ে যদি তার জানা বিষয়টি সম্পর্কে তার কাছে কিছু জেনে নাও দেখবে সে আগ্রহী হয়ে তোমাকে পরামর্শ দেবে।
যে, যে বিষয় জানে
বা ভালোবাসে সে সে বিষয়ে বলতে ও পরামর্শ দিতে ভালোবাসে। তাই সামনের মানুষটির পরামর্শ নাও ,তাতে সে তোমার প্রতি আগ্রহী হবে।
৬) অপ্রিয় বিষয় এড়িয়ে যাও:-
কোনো মানুষের অনেক বিষয়ই অপ্রিয় হতে পারে। হোক না সে কোনো ঘটনা , খাবার বা আলোচ্য বিষয়। তুমি তার মনোভাব জেনে নিয়ে তার অপছন্দের বিষয়ে যদি কথা না
তোলো সে তোমার প্রতি ইতিবাচক মনোভাব নেবে। তাই কথা বলার সময় অপরের অপছন্দের বিষয় এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।
৭) সর্বদা ইতিবাচক থাকো :-
সর্বদা মুখে হাসি রাখবে আর ইতিবাচক মনোভাবের পরিচয় দেবে। প্রতিটি মানুষই সেইসব মানুষকে বেশি পছন্দ করে যারা ইতিবাচক মনোভাবের অধিকারি।
ঠিক উল্টোভাবে দেখবে যারা সর্বদা নেগেটিভ কথা বলে বা হতাশা সঞ্চারিত করে তাদের কেউ পছন্দ করে না । তাই নিজেকে
পজিটিভ রাখো আর অপরের মধ্যে সেই মানসিকতা ছড়িয়ে দাও। দেখবে ম্যাজিকের মতই তুমি সবার প্রিয় ব্যক্তি হয়ে উঠেছো ।
প্রিয় বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানান। আপনার মূল্যবান মতামত আমাদেরকে অনুপ্রাণিত করতে সাহায্য করে।
এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ। ভাল থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর জীবনকে ভালবাসুন।
Subscribe from here:
/ @motivationalspeechbangla
Bangla Motivational Video:
কিভাবে সুখী হবেন : • Bangla Motivational Video | Inspiring Beng...
হতাশা থেকে বাঁচার উপায়: • হতাশা থেকে বাঁচার উপায় | Motivation speech...
সফলতার ২০ টি মন্ত্র: • সফলতার ২০ টি মন্ত্র | বিখ্যাত মনিষীর উক্তি...
কিভাবে স্বপ্ন পূরণ করবেন: • কিভাবে স্বপ্ন পূরণ করবেন | অনুপ্রেরণা | Mo...
যে কথা শেয়ার করলে কখনো সুখি হবেন না: • যে পাঁচটি কথা শেয়ার করলে কখনো সুখি হবেন ন...
বিল গেটসের উক্তি: • বিল গেটসের উক্তি | Bill Gates motivational...
ওয়ারেন বাফেটের ৪০টি উক্তি: • ওয়ারেন বাফেটের ৪০টি উক্তি | warren buffet ...
অবসাদ থেকে মুক্তি: • অবসাদ একটি মানসিক ব্যাধি ও এর মুক্তি | Mot...
ব্যর্থ মানুষদের সফলতার গল্প: • ব্যর্থ মানুষদের সফলতার গল্প | Success sto...
কিভাবে রাগ নিয়ন্ত্রণ করবেন: • রাগ করে কথা বলা থেকে বিরত থাকুন | How to c...
এপিজে আব্দুল কালাম: • এপিজে আব্দুল কালাম এর অনুপ্রেরণামূলক বক্তব...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: