বিশ্বমানের স্বাস্থ্যসেবাদানে প্রতিশ্রুতিবদ্ধ এভারকেয়ার হসপিটাল ঢাকা
Автор: Evercare Hospital Dhaka
Загружено: 2023-09-19
Просмотров: 56
Описание:
পেশেন্ট ফোরামে সবার উদ্দ্যেশ্যে স্বাগত বক্তব্য দেন এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশ- এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক ডা. রত্নদ্বীপ চাস্কার; হসপিটালের ডিপার্টমেন্ট ওভারভিউ দেন উক্ত হাসপাতালের শিশু হৃদরোগ বিভাগের প্রতিষ্ঠাতা ও প্রধান ডা. তাহেরা নাজরীন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে ছিলেন দৈনিক প্রথম আলো পত্রিকার সিনিয়র করেসপন্ডেন্ট জনাব শিশির মোড়ল। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশ- এর মেডিকেল সার্ভিসেস-এর পরিচালক ডা. আরিফ মাহমুদ ।
উক্ত অনুষ্ঠানে এভারকেয়ার হসপিটাল ঢাকা ও এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম এর শিশু হৃদরোগ বিভাগের প্রধান ডা. তাহেরা নাজরীন বলেন, “এভারকেয়ার হসপিটাল ঢাকা’তে প্রতিবছরের মতো এবারও বিশ্ব হার্ট দিবস ২০২৩ উপলক্ষ্যে আমরা পেশেন্ট ফোরাম আয়োজন করেছি।
শিশুদের হৃদরোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে আমাদের সংঘবদ্ধভাবে কাজ করে যেতে হবে। শিশু হৃদরোগ চিকিৎসাযোগ্য ও প্রতিরোধযোগ্য। এভারকেয়ার পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগে আমরা প্রদান করছি শিশুদের হৃদরোগ-এর সকল প্রকারের সেবা।”
উল্লেখ্য, এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগ বিগত অনেক বছর যাবত সুবিধাবঞ্চিত শিশুদের স্বল্পমূল্যের প্যাকেজে ফ্রি ডিভাইস এবং ফ্রি বেলুন-এর মাধ্যমে হার্টের জন্মগত ছিদ্র বন্ধ করা এবং ত্রুটিযুক্ত ভাল্ভের চিকিৎসা সেবা প্রদান করে আসছে ।
বিস্তারিত জানতে বা অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন ১০৬৭৮ বা ০১৭১৩০৬৪৫৫১ নম্বরে। ভিজিট করুন https://www.evercarebd.com/dhaka/spec...
#pediatriccardiology #cardiology #pediatrics #congenitalheartdisease #vsd #heart #congenitalheartdefect #evercarehospitaldhaka #TransformingHealthcare
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: