দিনাজপুর স্বপ্নপুরী পিকনিক স্পট || Dinajpur sopnopuri picnic spot
Автор: The Deep Explorer
Загружено: 2020-01-17
Просмотров: 971
Описание:
#দিনাজপুর_স্বপ্নপুরী_পিকনিক_স্পট
দিনাজপুরের স্বপ্নপুরী হচ্ছে পরিপূর্ণ একটি বিনোদনকেন্দ্র। একবার স্বপ্নপুরীতে গেলে সত্যিই আপনি স্বপ্নের মাঝে হারিয়ে যাবেন। স্বপ্নপুরীর প্রবেশমুখেই আপনার চোখে পড়রে প্রস্তর নির্মিত সাদা ডানাবিশিষ্ট দুটি সুবিশাল পরী। প্নপুরীতে রয়েছে দেশী-বিদেশী বিভিন্ন পশু-পাখির ভাষ্কর্য, কৃত্রিম পাহাড়, কৃত্রিম ঝর্ণা এবং বাংলাদেশের এক সুবিশাল মানচিত্র। রয়েছে পশুপাখীদের চিড়িয়াখানা, শিশুদের জন্য পার্ক, দোলনা, বায়োস্কোপসহ আরো রয়েছে সারিসারি সবুজ দেবদারু গাছের মনোলোভা সৌন্দর্য আর বিস্তীর্ণ ঝিলের তীরে ফুটন্ত গোলাপ বাগান। রয়েছে দিঘিতে স্পিডবোট ও ময়ূরপঙ্খীডানা সহ দুই ঘোড়া চালিত টমটম, স্বচ্ছ পানির ফোয়ারা।
দিনাজপুর শহর থেকে ৫২ কিমি দক্ষিণে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে স্বপ্নপুরী অবস্থিত। ফুলবাড়ি উপজেলা শহর থেকে স্বপ্নপুরীর দূরত্ব ১২ কিলোমিটার। দিনাজপুর থেকে ফুলবাড়ি আফতাবগঞ্জহাট হয়ে সম্পূর্ণ পাকা রাস্তা দিয়ে এখানে পৌঁছানো যায়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: