কলোনোস্কোপি কেন করবেন? এটা কি ক্যান্সার প্রতিরোধ করতে পারে? Colorectal Surgeon Dr. A M Ferdaus.
Автор: Dr. Md. Ashek Mahmud Ferdaus
Загружено: 2024-09-14
Просмотров: 5593
Описание:
কলোনোস্কোপি হচ্ছে কোলন বা বৃহদন্ত্রের একটি পরীক্ষা। যে পরীক্ষার মাধ্যমে আমরা বৃহদান্ত্র, মলদ্বার বা পায়ুপথের বিভিন্ন সমস্যা নির্ণয় করতে পারি। এমনকি ক্যান্সারের মত জটিল রোগ প্রাথমিক অবস্থায় নির্ণয় করা যায়। ফলে ফলপ্রসু চিকিৎসা করা সম্ভব হয়। এমনকি সার্জারি এড়ানো সম্ভব হয়।তবে প্রায় সব রোগীই এ পরীক্ষার কথা শুনলে ভয় পান। আধুনিক যুগে ভয় পাওয়ার কোনোই কারণ নেই। এ পরীক্ষা করার আগে বিভিন্ন ইনজেকশন দেয়া হয়, যাতে রোগীর ব্যথা না হয় এবং রোগী ঘুমিয়ে থাকেন। এমনকি অজ্ঞান করেও এ পরীক্ষা করা যায় যে পরীক্ষা করার পর রোগী যখন সজাগ হন তখন তিনি কোন ব্যথাই অনুভব করে না। তাই ভয় না পেয়ে যাদের প্রয়োজন তাদের উচিৎ সঠিক সময়ে পরীক্ষাটি করে নেয়া।
ডাঃ মোঃ আশেক মাহমুদ ফেরদাউস
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (সার্জারী),
এফআইএসসিপি (ইন্ডিয়া),
এম এস (কলোরেক্টাল সার্জারী )
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
ফেলো ইন্টারন্যাশনাল সোসাইটি অব কলোপ্রক্টোলজী
সহকারী অধ্যাপক(কলোরেক্টাল সার্জারী)
ময়মনসিংহ মেডিকেল কলেজ
বৃহদান্ত্র, মলদ্বার ও পায়ুপথ সার্জারি বিশেষজ্ঞ।
চেম্বার: নেক্সাস হাসপাতাল
২৯, সেহড়া ঢাকা রোড (গার্লস ক্যাডেট কলেজের বিপরীত পার্শ্বে) ময়মনসিংহ-২২০০।
প্রতি রবি, বুধ ও বৃহস্পতিবার বিকাল ৩:০০টা থেকে রাত ৯:০০টা পর্যন্ত।
চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ,
রুম নং-৬০১ (নতুন বিল্ডিং-এর ষষ্ঠ তলা)
২৫২/১, চরপাড়া, ময়মনসিংহ ।
প্রতি সোমবার
বিকাল ৩:০০টা থেকে রাত ৯:০০টা পর্যন্ত।
মোবাইল: ০১৭৯৬-৫৮৬৫৬১, ০১৭৯৬-৫৮৬৫৬২
সিরিয়ালের জন্যঃ ০৯৬-১৩৭৮৭৮১৪
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: