সকল পুলিশ সদস্যা কি একই ধরনের দায়িত্ব পালন করে?
Автор: Trust on Yourself
Загружено: 2019-11-25
Просмотров: 84
Описание:
প্রতিনিয়ত আমরা কোন না কোনভাবে পুলিশের মুখোমুখি হই। আমরা পুলিশকে অনেক দায়িত্ব পালন করতে দেখি; যেমন- যানচলাচল নিয়ন্ত্রণ, ভিআইপিদের নিরাপত্তা, উচ্ছৃঙ্খল জনতাকে নিয়ন্ত্রণ, জনগণকে নিরাপত্তা দিয়ে আদালতে নেওয়া, আদালতে সাক্ষ্য প্রদান, থানায় অভিযোগ দায়ের বা অপরাধী ও জঙ্গিদের পাকড়াও ইত্যাদি। আমরা পুলিশ সম্পর্কে পত্রপত্রিকা, টেলিভিশন ও জনসাধারণের কাছ থেকে প্রচুর শুনতে পাই। প্রত্যেকেরই পুলিশ সম্পর্কে একটা মতামত থাকে। কিন্ত বাস্তবে অধিকাংশ মানুষই তাদের সম্পর্কে খুব কম জানে।
গণতান্ত্রিক দেশে ক্ষমতাসীন সরকারের প্রতিনিধি হয়ে ইউনিফর্ম পরে জনগণকে দমন করা বা নিয়ন্ত্রণাধীন রাখার জন্য পুলিশ নয়। বরং পুলিশ বিভাগ জনসাধারণের জন্য একটি অপরিহার্য সেবাদানকারী প্রতিষ্ঠান, যার দায়িত্ব হচ্ছে আইনানুযায়ী জনসাধারণকে রক্ষা করা এবং নিরাপদে রাখা। আমলাদের মত পুলিশও সরকারি কর্মচারী যাদেরকে জনগণের টাকায় জনগণকে সেবা দেওয়ার জন্য নিয়োগ দেয়া হয়। যেহেতু জনগণের প্রতি পুলিশে দায়িত্ব রয়েছে, জনগণেরও পুলিশের প্রতি দায়িত্ব রয়েছে।
একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তাদেরকে ভয় অ অপছন্দ করা অথবা শুধুমাত্রে সমস্যায় পড়ে তাদের কাছে যাওয়া যথেষ্ট নয়। আইনকে সমুন্নত রাখতে জনগণ এবং পুলিশ একসাথে একযোগে কাজ করতে হবে। তাদের কাজ ও কাজের প্রতিবন্ধকতা; তা কী করে এবং কীভাবে তা করে; তাদের সংস্থা কেমন এবং সর্বোপরি তাদের ক্ষমতা ও দায়িত্বের সীমারেখা বুঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরদিকে, জনগণের অধিকার ও দায়িত্ব সম্পর্কে জানাও অত্যন্ত জরুরি যাতে করে পুলিশ বা জনসাধারণ কেউি আইন ভঙ্গ করতে না পারে কিংবা অন্যায় করে পার পেয়ে যেতে না পারে। এটাকেই আইনের শাসন বুঝায়।
মানুষ যাতে পুলিশকে সহজেই বুঝতে পারে সে লক্ষ্যে ধারাবাহিক ভাবে এই ভিডিও সিরিজটি তৈরী করা হবে। সাধারণত আমরা যখন কোন বিষয়ে জানি তখন তা বলিষ্টভাবে বলতে পারি এবং যখনি আমরা নির্ভয়ে কোন অন্যায়ের বিরুদ্ধে বলি তখন তার ইতিবাচক পরিবর্তন হয়। ভিডিওগুলো এ লক্ষ্যে তৈরী করা হয়েছে। এই ভিডিও সিরিজটি তৈরির জন্য নাগরিক উদ্যোগ, ব্লাস্ট ও কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ কর্তৃক প্রকাশিত প্রকাশনার সহায়তা নেয়া হয়েছে। এই ভিডিও সিরিজের মূল লক্ষ্য হল পুলিশ ও জনগণের অধিকার সম্পর্কে জেনে প্রত্যাশিত উন্নত পুলিশি সেবার লক্ষ্যে তাদের লব্ধ জ্ঞান কাজে লাগাবে।
ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলোটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেল বা ভিডিও সপর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন।
Contact: Facebook.com/shazzad.du
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: