পর্বঃ-১২ ┇ সালাতে আমার মন বসে না ┇ বেলা ফুরাবার আগে ┇ Islamic Audio Book ┇ Fahim 3M ┇
Автор: Insight Audio Book
Загружено: 2022-04-05
Просмотров: 81
Описание:
📚বইঃ-বেলা ফুরাবার আগে📚
🇩 🇪 🇸 🇨 🇷 🇮 🇵 🇹 🇮 🇴 🇳
🔷সকল পর্ব পাবেন এখানে🔷
• বেলা ফুরাবার আগে | [ সমাপ্ত ]
📚বই রিভিউ📚
আসসালামু আলাইকুম।আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভাল আছেন ।
জীবনের কতকগুলো বসন্ত পার হয়ে গেছে, ম্লান হয়ে গেছে কতশত কাকডাকা ভোর। আবছা স্মৃতির মতো জীবন আস্তে আস্তে আচ্ছন্ন হয় ধূসরতায়। সময়ের পরিমাণ কমে আসছে। ধীরে ধীরে সব পাখি নীড়ে ফেরে। সব নদী ফিরে যায় মোহনায়। তবু কিছু মানুষ ভ্রান্তির মায়া জাল ভেদ করে ফিরে আসতে চায়না। আর মায়ার বাঁধন ছিন্ন করে তারা ছুটতে পারে না দিগন্ত অনন্তের পথে ।তবুও ফিরতে হবে বেলা ফুরাবার আগে, চিনে নিতে হবে সঠিক পথ।পৃথিবীর বিখ্যাত একজন ফ্যাশন ডিজাইনার
কিরজেইডা রডরিগেজ। অর্থকরী, বিত্ত-বৈভব কিংবা
যশ-খ্যাতি একজীবনে অপ্রাপ্তি বলে সম্ভবত কোন
কিছুই নেই তার ঝুলিতে। এই সফল মানুষ সম্প্রতি
ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুর আগে বলে
জান জীবনের কিছু শেষ অনুভূতি। "পৃথিবীর দামি ব্রান্ডের গাড়ি পড়ে আছে আমার গ্যারেজে। তো কী আশ্চর্য সেই গাড়িতে আমি আর চলতে পারছি না! নিত্যনতুন ডিজাইনের কাপড়ের ভর্তি আমার ড্রয়ার। কিন্তু আজ সেগুলো আর আমার গায়ে তোলা সম্ভব নয়। আমার সংগ্রহে থাকে পৃথিবীর দামি ব্র্যান্ডের জুতো। সবচেয়ে দামি ব্যাগটাই থাকে আমার দখলে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আজ সেগুলো নিতান্তই অকেজো আমার ঘরে।টাকায় ভর্তি আমার ব্যাংক অ্যাকাউন্ট অথচ সেই টাকা আমার আজ কোনো কাজেই লাগছে না। আমার অত্যাধুনিক বাড়িটা দামি দামি আসবাবপত্রে ভরপুর কিন্তু সেই আসবাবপত্রে শুয়ে আমি যে একটু আরাম করব সে সুযোগ আর কই? হাসপাতালে ছোট্ট এক বিছানায় আজ আমি কাতর এবং মুমূর্ষ। অথচ এমন এমন সময় ছিল পৃথিবীর যেকোনো প্রান্তে মন চাইলে আমি আমার ব্যক্তিগত প্লেনে চেপে দিব্যি চলে যেতে পারতাম। জীবনে কোন কিছুর অভাব নেই। কিন্তু আমার হৃদয় জুড়ে চলছে হাহাকার । সব কিছুই আছে কিন্তু সব থেকেও আজ আমি কেমন যেন নিঃস্ব।"জীবনে অর্থ-বিত্ত,যশ-খ্যাতি অর্জনের পিছনে যে পুরো জীবন ব্যয় করল, আজ তার জীবনের এক পর্যায়ে গিয়ে এসব আর কোনো তার কাজে লাগছিল না। জীবনের অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি জীবনের মূল উদ্দেশ্য নয়। জীবন আসলে মরীচিকা মাত্র যেখানে মৃত্যুই হল ধ্রুবসত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, "এই দুনিয়ার উপমা হল এমন এক মুসাফির এর মতো, যে তার ভ্রমণে বের হয়েছে।পথিমধ্যে ক্লান্ত লাগছিল বলে সে একটা গাছের ছায়ায় একটু বিশ্রাম নিয়ে আবার পথ চলা আরম্ভ করেছে।"
পথিকের দীর্ঘ সফর টা কিন্তু দুনিয়ার জীবন নয় কেবল গাছের ছায়ার নিচে সে যতটুকু সময় ব্যয় করেছে ওইটুকুই হলো দুনিয়ার জীবন! সুদীর্ঘ সময়ের যাত্রায় খুব অল্প কিছু সময়ের বিশ্রামের নামই হল দুনিয়া। মৃত্যুর মতো নির্মম সত্য আর কিছুই নেই। দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। দুনিয়ার জীবনের সকল কৃতকর্মের ফল আমরা আখিরাত এ দেখতে পাবো ।
যদি আজ আমার সত্যিই মৃত্যু হয়,
১.আমি কি আল্লাহর সামনে দাড়ানোর জন্য প্রস্তুত?
২. মৃত্যুর আগে শেষ ওয়াক্ত সালাতে আমি কি হাজির
ছিলাম?
৩. মৃত্যুর আগের সময়টাতে কতবার আমার কণ্ঠে আল্লাহর যিকির গুঞ্জরিত হয়েছে আর কতবার অহেতুক আলাপে মজ-মাস্তি করে আমি সময় কাটিয়েছি?
৪. মৃত্যুর পরবর্তী অনন্ত জীবন এর জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি?আখিরাতের জন্য প্রস্তুতির সময় এই দুনিয়ার জীবন। দুনিয়াবী জীবন হলো এক পরীক্ষাক্ষেত্র। এই পরীক্ষাক্ষেত্রে মহান আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্যের সাথে উত্তীর্ণ হতে হবে। বিপদে হতাশাগ্রস্ত না হয়ে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। দুনিয়াবী কষ্ট গুলোতে, না পাওয়া, হারিয়ে ফেলা গুলোতে কখনোই হতাশ হওয়া যাবে না। মহান আল্লাহর উপর আন্তরিক সবর ও তাওয়াক্কুল করতে হবে। মহান আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে হালাল পন্থায় জীবন পরিচালিত করতে হবে এবং সমস্ত হারাম ও ইসলামী শরীয়ত বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।
আমাদের শরীর ও এর অঙ্গ প্রতঙ্গ সমূহ মহান আল্লাহর নিকট আমানতস্বরূপ। আমাদের এই আমানতের হেফাজত করতে হবে। বেশি বেশি মহান আল্লাহর জিকির ও ইবাদত করতে হবে। জীবনের সফলকাম হলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এবং ব্যর্থ ও বিপদে পড়লে ধৈর্য সহকারে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহ তা'আলা বলেন - " তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিযিক দেবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ সবকিছুর জন্যে একটি পরিমাণ স্থির করে রেখেছেন। "(সূরা আত তালাক, আয়াত: ৩)অশ্রুসিক্ত নয়নে সকল মুমিনের উচিত মহান আল্লাহর নিকট দু'হাত তুলে দুনিয়া ও আখিরাতের জন্য ক্রমশ আসন্ন হচ্ছে আল্লাহর প্রতিশ্রুতি ও সময়। মহান আল্লাহ বলেছেন - " মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রেখেছে। "(সূরা আল আম্বিয়া, আয়াত: ১)
সর্বোচ্চ কল্যাণ কামনা করা। কুরআনকে আঁকড়ে ধরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে, মহান আল্লাহ কর্তৃক আরোপিত দায়িত্ব ও কর্তব্য পালন করতে পারলে জীবনের বেলা একেবারে ফুরিয়ে যাওয়ার আগে আমরা, আমাদের জীবনতরীকে নির্বিঘ্নে কূলে ভেড়াতে পারব। সেই কূল,যেই কূলে নেই কোনো দুশ্চিন্তা, নেই কোনো মন খারাপের গল্প।আরিফ আজাদ স্যারের "বেলা ফুরাবার আগে" বইটি সাহিত্য ও আত্ম-উন্নয়নের মিলবন্ধন। সত্যিকার অর্থে সেরা গ্রন্থ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: