মেঘনা নদীর নাইয়া-
Автор: Mr NCR
Загружено: 2025-04-10
Просмотров: 5
Описание:
#boul #song #boulsong #love #music #
#কীর্তন #মিউজিক
ভাটিয়ালি গান
কথা ও সুরঃ নিতাই চন্দ্র রায়
তালঃ কাহারবা
মেঘনা নদীর নাইয়রে -
আমায় তুমি যাওনারে ভাই
যাওনা তুমি লইয়া।
তোমার ভাটির সুরে আমার
পরান ছটফট করে
কি করে রইব আমি
আমার ভাঙ্গা ঘরে
ঘুম আসেনা একলা আমি
পরান কান্দে রইয়া রইয়া
আমায় তুমি যাওনারে ভাই
যাওনা তুমি লইয়া।
দিন যায় তোমার আশায়
মন বসেনা ঘরে
তোমার লাগি এই অভাগি
কাইন্দা কাইন্দা মরে
সময় কাটে হা হুতাশে
ভটির দিকে চাইয়া
আমায় তুমি যাওনারে ভাই
যাওনা তুমি লইয়া।
দক্ষিনা বাতাসে যখন
গাঙ্গে ডাকে বান
আনচান আনচান করে বন্ধু
আমার পরান খান
নিতাই বলে মরন বাকি
তোমাকে হারাইয়া
আমায় তুমি যাওনারে ভাই
যাওনা তুমি লইয়া।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: