কান্না চলে আসার মত গজল। গুনার সাগরে ডুবে ডাকি তোমায় বারেবার । Abdul Wadud Moynul | noton Gojol[2025]
Автор: RS FORHAD HD MEDIA
Загружено: 2025-03-19
Просмотров: 68814
Описание:
কান্না চলে আসার মত গজল। গুনার সাগরে ডুবে ডাকি তোমায় বারেবার । Abdul Wadud Moynul | noton Gojol[2025]
Title: Gunaro Shagore Dube
Singer: Abdul Wadud Moynul
#Gunaro_Shagore_Dube_Daki_Tomay_Barebar
#গুনার_সাগরে_ডুবে_ডাকি_তোমায়_বারেবার
#banglagojol
#newgojol2025
#abdulwadudmoynulgojol
Lyric
গুনারো সাগরে ডুবে
গীতিকার: আব্দুল ওয়াদুদ ময়নুল
গুনারো সাগরে ডুবে
ডাকি তোমায় বারেবার
দয়া করো ওগো আল্লাহ
আমি গুনাহগার এলাহী
তুমি যদি দূরে ঠেলো
যাবো আমি কার দোয়ার
তুমি ছাড়া পাপী বান্দার
কে আছে গো আর এলাহী
অকুলো দরিয়ায় জীবন
তরী ডুবু ডুবু হায়
তোমার মায়ায় ভাঙ্গা তরী
ভিড়াও কিনারায় এলাহী
রহীমও রহমান তুমি
ওগো মাবুদ পরোওয়ার
তোমারও নামের খাতিরে
করো ভেড়া পার এলাহি
মুসাফিরির এই জীবনে
সম্বল আমার কিছুই নাই
মাফ করিয়া তোমার মায়ায়
দিও আমায় ঠাই এলাহী
তোমারই রহম বিহনে
পাপি বান্দা অসহায়
তুমি যদি মাফ না করো
কি হবে উপায় এলাহী
এই জীবনে ওই জীবনে
ভিখারি তোমার দয়ার
কবর হাশর পুলসিরাতে
করে নিও পার এলাহী
অন্ধকার কবরে যখন
থাকবো একা নিরুপায়
দয়াল নবীর নূরের ঝলক
দেখাইও আমায় ওলাহী
শেষ বিচারের ভয়াল মাঠে
হইবো যখন পেরেশান
রহমান রহীম নামের গুনে
করিও এহসান এলাহী
জাহান্নামের আজাব হতে
দিও আমায় পরিত্রাণ
কুদরতী ক্বদমে আরজ
ওগো রহমান এলাহী
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: