উসমানী সাম্রাজ্য ইতিহাস। যে ঘটনায় শিক্ষা মেলে
Автор: যে ঘটনায় শিক্ষা মেলে
Загружено: 2023-12-14
Просмотров: 10
Описание:
উসমানী সাম্রাজ্য ইতিহাস
ইসলামী ইতিহাস
উসমানি-সাম্রাজ্য
তুর্কিস্তানের শহর কিরগিজিস্তানের একটি জাতি হিসেবে উসমানি (অটোমান)
তুর্কিদের গণ্য করা হয়। তুর্কিস্তান মোঙ্গলদের হাতে আক্রান্ত হওয়ার পর এই তুর্কি
জাতিটি দক্ষিণ ককেশাসের উর্বর চারণভূমিতে আবাস গ্রহণ করে। তাদের গোত্রের
লোকেরা সমভূমি আর্মেনিয়া ও এর আশপাশের পাহাড়ে ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে
বাড়তে থাকে এদের বসতি।
এখানে অবস্থান যখন সুদৃঢ় হয়, তখনই মারা যান তাদের গোত্রপতি সুলাইমান।
তার মৃত্যুর পর গোত্রপতির সম্মানে অভিষিক্ত করা হয় সুলাইমানের ছেলে
আর্তুগ্রুলকে। একসময় আর্তুগ্রুল ও তার লোকজন সেলজুক সুলতান দ্বিতীয়
আলাউদ্দিনের শাসনাধীন দেশ আনাতোলিয়াতে (এশিয়া মাইনর) রওনা হন। তিনি
যখন আনাতোলিয়াতে আসেন, তখন এই অঞ্চল বিভক্ত ছিলো। এক অংশ দীর্ঘদিন
যাবৎ বাইজেন্টাইন-সাম্রাজ্যের অধীনে ছিলো; অপর অংশে আধুনিক তুরস্ক ও
মধ্যপ্রাচ্যের দেশগুলো নিয়ে সেলজুক সাম্রাজ্য ছিলো। সেলজুক-সাম্রাজ্যের তুর্কমান
বা তুর্কি বংশোদ্ভূত সুলতান আলাউদ্দিনকে আর্তুগ্রুল এক যুদ্ধে সাহায্য করেন।
আর্তুগ্রুলের এমন কাজে আলাউদ্দিন খুবই খুশি হন। তাই তাকে বাইজান্টাইন-
সীমান্তবর্তী সগুত এলাকার শাসনকর্তা নিযুক্ত করে যান তিনি। বাইজান্টাইনদের
হাত থেকে সীমান্তে সেলজুক-সাম্রাজ্যকে রক্ষা করাই ছিলো আর্তুগ্রুলের মূল দায়িত্ব।
৬৮৭ হিজরি (১২৮৮ ইং) আর্তুগ্রুল মৃত্যুবরণ করেন। তার উত্তরাধিকারী হন
পুত্র উসমান। এই উসমানের দিকে সম্পৃক্ত করেই উসমানি সাম্রাজ্য বলা হয়। তার
ও তার বংশধরদের প্রচেষ্টায় গড়ে ওঠে এই বিশাল সাম্রাজ্য।
আর্তুগ্রুলের ছেলে উসমান ছিলেন অদম্য সাহসী বীর। প্রত্যয়দীপ্ত যুবক। তিনি
একটি সম্প্রসারণবাদী আন্দোলন শুরু করেন। বাইজান্টাইন-শাসনাধীন কৃষ্ণ সাগরের
পার্শ্ববর্তী এলাকা পর্যন্ত তার এই আন্দোলনের দ্যুতি ছড়িয়ে পড়ে। উসমানীয়
সাম্রাজ্যের পার্শ্ববর্তী খ্রিস্টান বাইজেন্টাইন-শাসকদের মধ্যে বেশ কয়েকবার ছোট
ছোট যুদ্ধ হয়। অবশেষে ১৪৫৩ সালে উসমানি-সাম্রাজ্যের সুলতান দ্বিতীয় মুহাম্মাদবাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কন্সটান্টিনোপল বা ইস্তাম্বুল জয় করেন।
সাম্রাজ্যের শক্তিশালী ভীত মূলত কন্সটান্টিনোপল জয় করার পরই গড়ে ওঠে
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: